আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতে পদ্যকথা

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

১। মন্তব্য কী নিষ্প্রয়োজন বলছো যখন বিষ প্রয়োজন থাক না প্রেম নিষ্প্রয়োজন শুনবে যখন ফিস প্রয়োজন ঠোঁট শুধু নয় নিষ্প্রয়োজন থাক বা না থাক কিস প্রয়োজন। ২। ভালোবাসার মানুষগুলো জানো কোথায় বাস করে? এই শহরে নাকি গ্রামে নাকি চাষাই চাষ করে! ৩। রমন মুদ্রায় কাঁপে আঙুলের বাঁকাফালি কোমর দুলিয়ে নাচে শহরের নাচয়ালি রাতের মুদ্রায় তার সূচ-জোড়াতালি অস্ত্র হাতে তাই কী আমাদের মা-কালি। ৪। চোখ বলেছিলো পড়ো; ঠোঁট বলেছিল পড়ো অত সব পড়ার চেয়ে পড়ে থাকা ভালো রাত বলেছিল গলো; ভোর বলেছিলো খেলো এতো বেশী খেলার চেয়ে গোলে থাকা ভালো ৫। ঘর ছিল না পথের ভুলে পেলাম তাও ফুল ফোটেনি কুঁড়িটিকে দিলাম, নাও আর কিছু চাও? কষ্টে আছে টুকটুকে লাল! কষ্ট নিতে কষ্ট করে আসবে কি কাল? ৬। রাহেলার ভালোলাগা টিয়েচোখে ঘুমঘুম জানি না কোথায় আজ রাত জাগে কুমকুম কবিতায় ফেরেনি তারা আর কোনদিন আমার যে আমি নেই; তারাও কী ঘরহীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।