আমাদের কথা খুঁজে নিন

   

দুঃস্বপ্নের মধ্যরাতে

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

দুপুরের যন্ত্রণায় যখন তুমি দেখলে আমার ভিতরে কত শূন্যতা, অথচ অনুকূলে ছিল না কোন স্বজন। স্পর্শ করলে করতল ফুরিয়ে যায় দুপুরের প্রহর চারপাশে মধ্যরাতের অন্ধকার নিঃশ্বাসের শব্দে অনুভব করি তুমি ঘুমিয়ে আছ তোমার করতলে ঘুমের রাজ্য আর আমি দুঃস্বপ্নের মধ্যরাতে পাইনা খুঁজে নিজে কি রকম ভাবে বেঁচে আছি কাউকে স্পষ্ট বলতে পারিনা এই বিষন্নতা, বুলিমিয়া আমাকে নিবিরভাবে কেন জড়িয়ে আছে। একটি নীল অপরাজিতার নিজস্ব বাগান চাই; অবরুদ্ধ ভবিষ্যৎ ছেড়ে যেতে চাই শুদ্ধ প্রেমিকের কাছে একটি অজগর হাঁ করে গিলছে পৃথিবী। আমি মধ্যরাতে চিৎকার করে উঠি দুঃস্বপ্ন ভেঙ্গে যায় দেখি কোথাও নেই তুমি অজগরের খোলস পড়ে আছে সাদা বেডকাভারে। আমি কি তাহলে মধ্যরাতে দুঃস্বপ্নে কাটাব নাকি তোমার ভিতরে মানুষ দেখেছি তোমার ভিতরে অজগর!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।