আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব বাংলাদেশে কিন্তু মাশরাফি গাছে ধরেনা...........তোমার উদ্ধত্য তোমাকেই শেষ করে দেয় কিনা?



সাকিব তুমি অনেক বড় ক্রিকেটার সন্দেহ নেই । আমরাও তোমার ভক্ত । তোমার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট বড় কিছু পাবে এই আশায় বুক বাঁধি প্রতিনিয়ত। যদিও বেশীর ভাগ সময়ই আশা ভংগের বেদনায় আমাদেরকে পুড়তে হয়, তবুও গরীব দেশের প্রজারা তোমাকে রাজপুত্রই ভাবে। কিন্তু তুমি কি দিনে দিনে শিয়াল রাজা হয়ে উঠছো? যে বনে বাঘ নেই সেখানে শিয়ালই রাজা।

তুমি কি তোমার অধিনায়কত্ব নিয়ে চিন্তিত? দলে তোমার প্রভাব কমে যাবে এই ভয়ে ভীত? সাকিব মনে অনেক প্রশ্ন , কিন্তু আমরা কখনো এসব কুটিল প্রশ্ন তোমার সামনে দেখতে চাইনা। অথচ সারাদেশে ক্রিকেটপ্রমী মানুষের মুখে মুখে এগুলো ভেসে বেড়াচ্ছে। মাশরাফি , সম্ভবত বাংলাদেশ ক্রিকেটের একমাত্র পারফর্মার যার পারফর্মমেন্স নিয়ে কখনো কথা উঠেনি, হ্যা ইনজুরির কারনে মাশরাফির পুরোটা আমরা সেভাবে পাইনি। কিন্ত সে পরীক্ষিত পারফর্মার। বাংলাদেশ কিন্তু অষ্ট্রেলিয়া নয়, পাকিস্তান ও নয়।

আমাদের দেশে মাশরাফি বছর বছর জন্ম নেয়না, অনেক প্রতীক্ষার পর এক জন সাকিব কিংবা মাশরাফির দেখা মেলে। দলকে নিয়ে নোংরা রাজনীতী খেলাটা তোমাকে মানায়না, সেটা না হয় রাজনীতীবিদদের জন্যই রেখে দাও। সময় কিন্তু কাউকেই ছাড় দেয়না, ঠিকই তার পাওনাটা বুঝিয়ে দেয়। কিন্তু মাঝখানে সবহারাদের এই দেশের জনগন মানে আমরা কি ক্রিকেট থেকে অনেক কিছু হারাতে যাচ্ছি? উত্তর আমাদের জানা নেই কিন্তু আশংকটা দানা বাঁধতে শুরু করেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.