আমাদের কথা খুঁজে নিন

   

নিরিবিলি

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

চুপচাপ, রাতের শুরুটা, ভোরটাও মাঝখানে আঁকাবাঁকা গলিপথ ডজনখানেক সুবোধবালকের পোয়াবারো আর একটু পথ এগোলেই সেই মহেন্দ্রক্ষন বাছারে; নিরিবিলি তুই আর কত মায়ের কোল খালি করবি ওরাতো শুরুতেই শেষ করে দিল সব! নাছরবান্দা; আমার মায়ের কোল, কোলের সন্তান যতই তার মুখ আটকে রাখা হয় ফিডারের বোটে যতই গাঁয়ে তেল মাখিয়ে রোঁদে শুকিয়ে রাখা হোক নাছরবান্দা; আমি আর আমার হাতপায়েরা প্রতিবাদী হয়। অতঃপর মাঝ রাতেই পথে নামা তোড়জোর করে ছিনিয়ে আনা রক্তিম সূর্যটা এই নিয়েইতো চুপচাপ শুয়ে থাকা রাতের শুরুটা, ভোরটাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।