আমাদের কথা খুঁজে নিন

   

শিকড়ে গহীন নিরিবিলি ।। একটি অতি প্রেমের কবিতা

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

তোমাকে ছোঁয়া যায় হাত বাড়ালে; কিন্তু বৃষ্টির আড়ালে তুমি তো আমার হাতের মাপে; বৃষ্টি না হয় কফির কাপে রাস্তা মাপা যায় দুই পা বাড়ালে; নদীও মাপা যায় দাঁড়ালে রাস্তা তো বুকের নিচে কষ্টের ফাঁকে; নদীতে সময় আঁকে চোখ বাড়ালে দেখা যায় বৃরে বাঁকল; আনকোরা ফুল-ফল তুমি তো বাঁকলে সাহসে ঘেরা; শিকড়ে গহীন নিরিবিলি বেড়া ঠোঁট বাড়ালেই ছোঁয়া যায় নিঃশ্বাস; তুমি যদি তা করো বিশ্বাস ঠোঁট তো রসিক আপেলের বুক; সন্ত সবুজের আমলকি মুখ হাত বাড়ালেই ছোঁয়া যায় খাঁচা; তাতেই পাখির সামান্য বাঁচা খাঁচা তো ঘরের মাপে বোনা; পাখির ডানায় যাবে না গোনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.