আমাদের কথা খুঁজে নিন

   

কাঁটাতার

এই যে বাইরে তুমুল ঝড় এর থেকে বেশি এই বুকে এই যে বজ্রপাত হয় শুরু হয় উন্মাদ প্রলয় প্রকৃতি আক্রোশে ফাটে অমন জিঘাংসা অমন ক্ষোভ ও তো আছে এই রক্ত মাংসের শরীরে, এই যে কালো মেঘ দেখো এর থেকে অন্ধকার তো এ চোখের মাঝে তুমি কখনো বোঝনা; প্রকৃতি তে কখনো খরা আসে কখনো প্রলংকারী কৃর্তিনাশার পাড় ভাঙ্গে বন্যা কিন্তু এ চোখে কি নিরবিচ্ছিন্ন খরা, বুকের ভেতর কি যন্ত্রনা তুমি কখনো ই বোঝনা বোঝনা মাটির ফাটল যে টুকু জল ঢালো মন চুইয়ে চলে যায় তোমার সীমান্তের ওপাশেই আমার ঘর আজো ভিন দেশি আজো পর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।