আমাদের কথা খুঁজে নিন

   

কাঁটাতার

আলো আসে না আমার ঘরে

আমার নিঃসঙ্গতা ঘিরে যে তোমার বসবাস সেখানে ধুলো পড়ে যাচ্ছে দিন-দিন শেষ কিছুদিনে তোমাকে পুরোপুরি হারাবার ব্যথায় আবারো সংবেদনশীল হয়ে ওঠে আমার অবশ চৈতন্য । এ যেন সেই অনুভূতি আমি তোমার মৃত্যুর খবর জেনে গেছি সত্যি বলতে আমি-ই তোমার হত্যাকারী এ্রও আমার এক ছেলেমানুষি; তোমাকে মেরে তোমার আরো কাছে যাবার আর এক ব্যর্থ চেষ্টা… কিছুই করার নেই আমাদের নিয়তির কাঁটাতারে বাধা পড়ে গ্যাছে সময় । নাঈম মাহমুদ ২৯/০৮/’১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।