আমাদের কথা খুঁজে নিন

   

নির্ল্যজ্জ বিএনপি এইবার ঠেলা সামলাও

স্বাগতম, এখানে দলমত নির্বিশেষে সকলকে বাঁশ দেয়া হয়

বিরোধীদলীয় নেতার এসএসএফ নিরাপত্তা বাতিল করা ভুল ছিল সাত বছর পর বিএনপি উপলব্ধি করেছে বিরোধীদলীয় নেতার জন্য এসএসএফ নিরাপত্তাব্যবস্থা প্রত্যাহার করা ভুল ছিল। তাই দলটি আওয়ামী লীগ সরকারকে এই ভুল না করার আহ্বান জানিয়েছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধীদলীয় নেতার জন্য এএসএফ নিরাপত্তা দেওয়ার বিধান রেখে আইন প্রণয়ন করে। কিন্তু ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় আসার পরপরই এই আইন বাতিল করে। বিএনপির শাসনামলে তত্কালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ওপর কয়েক দফা হামলা হলেও ওই সময় বিএনপি তাঁর নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োগ করেনি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইন সংশোধন করে বিরোধীদলীয় নেতাকে এসএসএফ নিরাপত্তা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘আমরা ভুল করেছি—এই দোহাই দিয়ে আওয়ামী লীগকেও ভুল করতে হবে এমন কোনো কথা নেই। ’ মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তো অনেক আইন সংশোধন করছে। তাই এই আইনেও সংশোধন আনতে পারে। তা ছাড়া আগের অবস্থা আর এখনকার অবস্থা এক নয়।

বিএনপি চেয়ারপারসনের ওপর সম্প্রতি দুই দফা হামলা হয়েছে। সরকারকে বিষয়টি বুঝতে হবে। এটা করা হলে বিএনপি ও দেশের মানুষ খুশি হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিরোধীদলীয় নেতার জন্য এসএসএফ নিরাপত্তা দেওয়ার আইন করে। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে সে আইন বাতিল করে দেয়।

Click This Link নির্ল্যজ্জ বিএনপি । এইবার ঠেলা সামলাও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.