আমাদের কথা খুঁজে নিন

   

দোলপূর্নিমা ও পূর্বের ভাবে আগামী গপ্পের প্লট



জামদানি ,করো আমদানি । শরীরে শরীরে শালুকের সাক্ষাৎ। নাও নেহায়েৎ পাগরি , ঢাকো ঢাকার কব্জা । কালহারা কালির জিহ্বায় নাচে নেহাড়ির হাড় । বিধবার বার ফিরে এলো , এলোকেশি ।

কাশি গিয়ে পোড়ালাম দেহের বিজয় । নিজস্ব রজনীতে নিতে এসে বৌ , বাজারের আড়ৎ-এ আততায়ী অভিনয় । নয়গুণ নয় বলে ঢুকে যোগ জায়গায় । গৃহশূন্য সরদ । বিয়োগ শালিকা ।

ভাগ ভাগ ভগবত, ভাতার । ভাত খাওয়া ভৌত । কাছারি কামে কামে জানা গেল লাঙলের লজ্জা । সজ্জায় সন্তুরা তৌরাত তরাতে করাত পাঠ - পাঠান্তে । খাডালের মাঝে উঁকি দেয় উৎকট গম্ভুজ এক ।

জেগে ওঠে থালে আঁকা অর্ধেক বালিকা বুক । মুখ দোলপূর্ণ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।