আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তি দিয়েছি; ভালোবেসে

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম
০১. পাখি ভেবে মুক্তি দিয়েছি;ডানা মেলবে বলে আকাশ ছোঁবে নিজের স্বাধীনতায়। নক্ষত্র ভেবে মুক্তি দিয়েছি;আলো ছড়াবে বলে ভাসবে শূন্যতায়, আলোর রোশনাই ছড়াবে তমিস্রতায়। ০২. চাঁদ ভেবে কাছে টেনেছি; বন্ধু ভেবে হাত ধরেছি; ধরেছি তার অস্তিত্বকে;বেধেছি সর্বাঙ্গে ছুটে যাবার বৃথা চেষ্টায় কুকঁড়ে গেছ সে তবু ছাড়িনি সে হাত। ০৩. দেখেছি লাজে সে মুখ; অধর রঞ্জিত রঙ্গে, হৃদয়চূর্ণ করেছি তার পদতলে, প্রাণাধিক ভালবাসি বুঝিয়েছি তাকে নানা ঢঙ্গে। ০৪. প্রেম কাননে,ভ্রান্ত লগনে;ঘুরেছি যত্রতত্র; ভেবেছি বহুবার,সে যদি না হয় আমার, যদি সে সব মুছে দিয়ে চলে যায় অন্য কোথাও। এসব ভেবে মেঘ আকাশে.. ভেসেছি অজানা আশঙ্কার বাতাসে। ০৫. তাইতো মুক্তি দিয়েছি ভালোবেসে....... যদি সে ফিরে আসে কভূ; তাহলে বুঝবো ভালবাসা ছিলো থাকবে অনন্তকাল; নয়তো মিথ্যের রঙ্গমঞ্চে; শুধুই নাটক হয়েছে এতকাল। বিঃদ্রঃ হয়তো এটা কবিতাই হলেনা । মনের ভেতর কথাগুলো ঘোরপাক খাচ্ছিল তাই লিখলাম।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.