আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলে মিসকল দেওয়ায় পাবনার বেড়ায় লঙ্কাকান্ড

দিলদরিয়া

মোবাইল ফোনে মিসকল দেয়াকে কেন্দ্র করে উপজেলার মানিকনগর ও বাটিয়াখড়া গ্রামবাসীর মধ্যে গত মঙ্গলবার সìধ্যায় এক রক্তক্ষয়ী সংঘর্ষে পাঁচ পুলিশসহ ৪০ জন আহত হয়েছে। সংঘর্ষকারীরা পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় পুলিশ ঘটনাস্খল থেকে ১৪ জনকে আটক করে পাবনা জেলহাজতে প্রেরণ করে। পুলিশ ও স্খানীয় সূত্রে জানা যায়, উপজেলার নতুনভারেঙ্গা ইউনিয়নের বাটিয়াখড়া গ্রামের এক মেয়ের মোবাইল ফোনে কৈতলা ইউনিয়নের মানিকনগর গ্রামের এক ছেলের মিসকল দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। নতুনভারেঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন ও কৈতলা ইউনিয়ন চেয়ারম্যান মহসীন উদ্দিন পিপুলের সমর্থকরা স্ব স্ব গ্রামবাসীর পক্ষে অবস্খান নেয়।

এরই জের ধরে গত মঙ্গলবার সìধ্যায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে বেড়া থানার এসআই মাসুম একজন সিপাইসহ বটিয়াখড়া বাজারে পৌঁছালে চেয়ারম্যান আমজাদ হোসেনের সমর্থকরা তাদের মারপিট ও মোটরসাইকেল ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্খলে গিয়ে পরিস্খিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয়পক্ষের নিক্ষিপ্ত ইটপাটকেলের আঘাতে বেড়া থানার এসআই মাসুম, এসআই মশিউরসহ ৫ পুলিশ এবং ৩৫ গ্রামবাসী আহত হয়। পুলিশ ১৪ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.