আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলে কত কি হয় !!!



প্রচন্ড মাথা ব্যাথা করছিল । একজনের ফোন আসল তারপর কিছু কথা হল । কি কথা হল নিচের লিখাটা পড়লে আশা করি তা বোঝা যাবে... মোবাইল ফোন আমাদের কাছে অতি অতি অতি প্রয়োজনীয় এক বস্তু । কতইনা উপকার করে আমাদের । মোবাইলে কথা বলতে গিয়ে কত রকম কথা আমরা বলি ।

প্রয়োজন অনুসারে আমরা কিছু আজব ধরনের কথা মোবাইলে বলে ফেলি, যেমনঃ- --খুব মাথা বেথা,আমার মাথাই একটু হাত বুলিয়ে দাও না ! --তোমার কপালে হাত দেয়, কত জর হয়েছে দেখি ! --মনটা খুব খারাপ তোমার কাঁধে একটু মাথা রাখি ! --খুব ভয় করছে,আমার হাতটা একটু ধরো না ! --প্লিজ আর কাঁদবে না,এইতো আমি তোমার চোখ মুছে দিচ্ছি ! এরকম আরো কত কথা আমরা বলে ফেলি । কিন্তু দুজন দুপ্রান্তে বসে মোবাইলে এসব কাজ কিভাবে সম্ভব ? আসলে সম্ভব না । তারপরেও আমরা বলি ( বিশেষ করে কোপত-কোপতিরা ) । এর সবই আমাদের তুখোড় কল্পনা শক্তি । একটা কথা শুনি, “মোবাইল আমাদের দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ” ।

হ্যাঁ এর মাধ্যমে আবেগ কমে গেলেও আমাদের কল্পনা শক্তি হয়েছে অনেক বেশি বেগমান । ওপরের কথা গুলো অন্যের কাছে খুব “পুতুপুতু” টাইপ হলেও যারা এসব বলে তাদের কাছে অনেক অর্থবহন করে এবং অনেক সময় তা কাজ করে যায় । বলার সময় কল্পনার দ্বারা এমন অনুভূতি জন্মায় যা প্রচন্ড মাথা ব্যাথাও ভাল করে দেয় ( তবে খাম্বায় বারি লেগে মাথা ব্যাথা হলে তা ভাল না হওয়ার সম্ভাবনায় বেশি !!! ) । ধন্যবাদ ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.