আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলে বিরক্তিকর কল

গত বছর জুলাই আগস্ট এর দিকের ঘটনা আমার মা একটু অসুস্থ্য হয়ে পড়াতে ডাক্তার তাকে স্যালাইন দিতে বলে । স্যালাইনের রিএকশ্যান এর কারনে মা আরও অসুস্থ্য হয়ে পড়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে এনোফাইলেটিকশক। জানি না শব্দটা (এনোফাইলেটিকশক) ঠিক লিখতে পেরিছি কিনা?। ডাক্তার বলেছিলেন ২/৩ দিন আইসিইউ তে রাখলে ঠিক হয়ে যাবে।

সে সময় ১২ দিন আইসিইউ,৪/৫ দিন কেবিনে থেকে মা এক প্রকার যুদ্ধ করে এখনও আমাদের মাঝে আছেন। সেই দিনের কথা মনে পড়লে আজও আমি শিহরিত হই। সেই সময় আমি কি কষ্ট করেছি তা শুধু আমি জানি আর আল্লাহ জানে। মা এখনও মাঝে মাঝে অসুস্থ্য হয়ে পড়লে খুব ভয় পেয়ে যাই। আসলে আমার এতক্ষন লেখার উদ্দেশ্য আমার মায়ের অসুস্থ্যতা নয়।

আমার লেখার উদ্দেশ্য হচ্ছে – কয়দিন আগে মা এর মোবাইলে কোন এক লোক (মোবাইল-০১৭৭৬৩০৯৮৩৭) ফোন করে এত বাজে বাজে কথা (প্রকাশ করার অনুপযোগী) বলেন শুনে মা খুব ঘাবড়ে যায়। যদিও মা বার বার ওই লোককে বুঝানোর চেষ্টা উনি একজন বয়স্ক,অসুস্থ্য মানুষ। তাকে যেন আর বিরক্ত করা না হয়। মা যতই তাকে বুঝানোর চেষ্টা করছে সে কিছুক্ষন পর পর আরো বাজে বাজে কথা বলছে। কি যে করব বুঝতে পারছি না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.