আমাদের কথা খুঁজে নিন

   

আমার মুকুল নিজের ভারে নিত্য নুয়ে থাকে



আমার আশালতায় ফুল ধরেছে ঝড়ে ঝরে আমার মুকুল, আমি কি তার খেলার পুতুল বীজ বিনাশি ঝড়কে আমি হাওয়ার ভেতর হারিয়ে ফেলি এমন ঝড়ে ঝরে আমার সকল বাকল, যই-ঝামেলা সব এমন ঝড়ের পরে, হয় আমারই ঘরে, নতুন পাতার প্রসব আমার মুকুল নিজের ভারে নিত্য নুয়ে থাকে মেঘের গভীর ওলান যেমন কালচে বৈশাখে । । আমার মুকুল, আমার কুঁড়ি, আমার বুকে ধারণ করি, আমার পেটে ধরি প্রসবের প্রকৃত সত্য, নীলাভ যন্ত্রণার তত্ত্ব, তালাশ করে মরি আমার দিন কেটে যায় তোমার সেবায়, আমি ঠিকই জানি, কোন রোগে কোন তালাবি। মনে যদি মকসুদ থাকে, নিয়ত আনমান বরকত হয় যত কষ্ট, যত বিপাক, ভিন্ন পাকে খাবো না ভাত, অন্নের অনন্য তত্ত্ব সদা থাকে নিজ গোচরে, পাতের -জাতের ভেদ-বিচার হে মানি না আর নিজ বিচারে । ।

আমার বিচার আমি করি, আপন দয়ায় আপনি পরাণ, জুড়িয়ে যায় নিজের ছায়ায়। নিয়ত করে ঘর ছেড়েছি_ পঙ্গু আমি গড়গড়িয়ে চলি, আমার ভেতর নিজ মুকুলের বিকাশ হলে, আমি প্রথম তোমার চোখে পড়ি, যখন আমি কলি। পথগুলো সব কেমন জানি পঙ্গু হয়ে গেছে আমার পথের শেষে; ওগো প্রিয়া, তোমায় জপি নি:শ্বাসে- বিশ্বাসে। । আমায় দেখো, আমার ভেতর নিরজনে নীল দরিয়ায় নূহের নৌকা আবার ভাসে।

আসমানে নদিয়ার গীত_ নীল নক্ষত্র নাকফুলে _ কি নক্ষত্র পরলে তোমায়, কী সোন্দর যে লাগছে তোমায়_ তোমার রূপে_ পাগল হলে সব ফকিরি চলে যাবে _ আমার ভেতর তোমার প্রকাশ, নিজ দয়ালের বাড়ি খুঁজি আমার আমল, আমার ঈমান, সব গিয়েছে _ খাস নসিবের সদর দ্বারে_ নিত্য নাচি নিজ নিগুমে_ নাচি নকল সঙ সাজিয়া আমায় দিও দিব্যদীপ্তি, আমায় দিও দেখা তুমি মধ্যরাতের নীল খোয়াবে আমার জীবন যায় কেটে যাক তোমার জন্য স্বপ্নভাবে । । আমার সব ঠিকানা হারিয়ে ফেলি পথের শেষে এসে ঘুড়ির সাথে হাওয়া নাচে নিঠুর এই সংসারে । । দয়াল তুমি আমায় দিও মায়া মায়া রাত আমি তোমার দয়ায় বাঁচি শিরক হবে, এই ভেবে, তোমার সঙ্গে করি নাগো আমারও তফাত ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।