আমাদের কথা খুঁজে নিন

   

ছিন্ন মুকুল

জানতে চাই অনেক কিছু

এই বসুধায় এসেছি একাকি একেলা প্রতিটি ক্ষন, ছুটে চলেছি প্রত্যেকে মোরা কে বা আপন জন? ভঙ্গুর এই ধরার বুকে কেন এ বিশালতা? চাইনা কভু ছেড়ে যেতে তারে কেনই বা এ মমতা? কেন যে আসা মোদের এ ভূবনে কারন নাহি জানি, চলে যাব হায় আসবে যেদিন মৃত্যুর হাতছানি। কত ব্যাথ্যা আর কর্ম ভেলায় কেটেছে জীবন কলি, বিনিদ্র রজনী অকুল পাথার সাজিয়েছি শ্রম ঢালি। ক্ষুদ্র রূপ,ক্ষূদ্র পরিধি হয়ে যাবে সব ম্লান, পৃথিবীর এই অমৃত সুধার হবে যে অবসান। মুকুল হয়ে ফুটেছি মোরা পাতার গহবরে, নিঃশেষ হয়ে যাব আবার সকল ছিন্ন করে। জীবন ঘন্টা বাজবে যবে হবে মোর তিরোধান, মুছে যাবে সব ছিল যত মোর ইচ্ছা অফুরান। ছিন্নমুকুল হয়ে তাই ভাবি প্রতিটি ক্ষণ, কবে আমার গমন হবে? কাঁদবে প্রিয়জন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।