আমাদের কথা খুঁজে নিন

   

জেএমবি’র সাবেক কর্মী খুন ‘অপরাধ জেএমবি ত্যাগ’

বাংলাদেশ কৃষিনির্ভর। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে বিশেষ গুরুত্ব ও অগ্রাধিকারের ভিত্তিতে কৃষিখাতে নজর দিতে হবে। সম্প্রতি দেশে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে কৃষির উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছে সরকার। এর ফলে খাদ্যশস

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশিদুল ইসলাম (৩০) বছরখানেক আগে সম্পর্ক ছিন্ন করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে। দীর্ঘদিন ধরে ওই নিষিদ্ধ পথেই ছিল তার বিচরণ।

একটি বোমা হামলার মামলায় তার ২০ বছরের সাজাও হয়েছে তার। তারপরও রাশিদুল বাঁচতে পারলো না। ‘ও পথ তার নয়’- হঠাৎ একদিন এ বোধোদয় হলে স্বাভাবিক জীবনে ফিরে আসে সে। শুধু ফিরে আসাই নয়, বিভিন্ন অনুষ্ঠানে জঙ্গিবিরোধী বক্তৃতাও দিয়েছে সে। ক্ষুব্ধ সহকর্মীরা বারবার শাসিয়েছে দলছুট এই সহকর্মীকে।

রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তাকে চিরতরে সরিয়ে দেয়া হল। গত ১ ফেব্রুয়ারি ২০১০ সোমবার সকালে উত্তরায় প্রকাশ্য দিবালোকে রাশিদুলকে কুপিয়ে হত্যা করেছে তার সাবেক সহকর্মীরাই। এই হচ্ছে জেএমবি’র প্রতিশোধ। রশিদুল জেএমবি’র ‘এহসার’ সদস্য ছিলো। জেএমবি ছাড়ার কারণে দলত্যাগীদের ‘মুরতাদ’ ঘোষণা করে জঙ্গিরা এর আগেও কয়েকজনকে হত্য করেছে রাজউক উত্তরা মডেল কলেজের পাশে বিডিআরের দোকানের পেছনে ঈদগা মাঠের কোণায় রাশিদুলের উপর হামলা চালানো হয়।

রিভলবার দিয়ে মাথায় আঘাত করার পর রিকশা থেকে পড়ে যায় সে। এরপর চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় তাকে। চলে যাওয়ার সময় জঙ্গিরা বোমা ফাটিয়ে ও ফাঁকা গুলি করে পালিয়ে যায়। এ সময় বোমার স্প্রিন্টারের আঘাতে এক পথচারী আহত হন। পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাকু, রাশিদুলের মোবাইল ফোন ও বোমার স্প্রিন্টার উদ্ধার করে।

দিন-দুপুরে জঙ্গিদের এ ধরনের জিঘাংসা রাজধানীবাসী অতীতে আর প্রত্যক্ষ করেনি। পুলিশ জানায়, রাশিদুল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য। তবে তার স্ত্রী আলিফ নূর দাবি করেছে, এক বছর আগে জঙ্গি পথটি যে ভুল- এ অনুধাবন থেকেই ফিরে আসে রাশিদুল। মসজিদের খুতবায় ও বিভিন্ন ওয়াজ-মাহফিলে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে সে। দিন বিশেক আগেও কালীগঞ্জের এক ওয়াজ মাহফিলে জঙ্গিবিরোধী বক্তৃতা দিয়ে মঞ্চ থেকে নামার পর তিন যুবক তাকে শাসায়।

তাদেরও জঙ্গিপথ থেকে ফিরে আসার অনুরোধ করে রাশিদুল। এরপর থেকে অব্যাহত হুমকি-ধমকি আসতে থাকে। উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, ঘটনাস্থল থেকে রাশিদুলের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করে দেখা হচ্ছে। এছাড়া রাশিদুলের সঙ্গে যারা নিয়মিত যোগাযোগ করতো তাদের ব্যাপারেও খোঁজ-খবর নেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে উত্তরা থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ১০টার দিকে রাশিদুল রিকশায় করে বিডিআর দোকানের পেছন দিয়ে যাওয়ার সময় ৪ যুবক তার গতি রোধ করে। এ সময় এক যুবক রিভলবার দিয়ে তার মাথায় আঘাত করে। রাশিদুল নিচে পড়ে গেলে ব্যাগ থেকে চাকু বের করে সে উপর্যুপরি কোপাতে থাকে। রাশিদুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও ভয়ে কেউ সন্ত্রাসীদের বাধা দেয়ার চেষ্টা করেনি।

রাশিদুল মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এর কিছু সময় পরই ঘটনাস্থলে দুটি বোমার বিস্ফোরণ হয়। পুলিশের ধারণা, বোমা দুটি ছিল টাইম বোমা। স্প্রিন্টারের আঘাতে এক যুবক আহত হন। পরে স্থানীয় লোকজন পুলিশের সহযোগিতায় রাশিদুলসহ আহতদের উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.