আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের প্রকাশিত বই



২০১০ সালের একুশে বইমেলাকে সামনে রেখে প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে ২০০৯ সালের শেষের দিকে আদর্শ তার কার্যক্রম শুরু করে। শুরুতেই আল মাহমুদের শ্রেষ্ঠ কবিতা প্রকাশ করে প্রতিষ্ঠানটি বোদ্ধা ও রুচিশীল পাঠকের দৃষ্টি আকষর্ণ করতে সক্ষম হয়। খুব স্বল্প সময়ের মধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ বই প্রকাশ করেছে। নির্ভুল বানান, সুন্দর অঙ্গ ও পৃষ্ঠাসজ্জা ইত্যাদির কারণে প্রকাশনা-জগতে আদর্শ তার স্বান্তন্ত্র্যের দাবি করতে পারে। আমাদের প্রকাশিত বইসমূহ ১. বইয়ের নাম : শ্রেষ্ঠ কবিতা লেখকের নাম : আল মাহমুদ বিষয়/শ্রেণী : কবিতা পৃষ্ঠা সংখ্যা ২০০ গায়ের মূল্য ২২৫ ২. বইয়ের নাম : বান্ধাল লেখকের নাম : তারেক খান বিষয়/শ্রেণী : উপন্যাস পৃষ্ঠা সংখ্যা ৬৪০ গায়ের মূল্য ৫০০ ৩. বইয়ের নাম : শ্রেষ্ঠ কবিতা লেখকের নাম : মজিদ মাহমুদ বিষয়/শ্রেণী : কবিতা পৃষ্ঠা সংখ্যা ১৬৮ গায়ের মূল্য ২০০ ৪. বইয়ের নাম : আমার রাষ্ট্র আমার নাগরিক লেখকের নাম : নেয়ামত ইমাম বিষয়/শ্রেণী : কবিতা পৃষ্ঠা সংখ্যা ৮০ গায়ের মূল্য ১০০ ৫. বইয়ের নাম : উল্লাসিত ঝরাপাতা লেখকের নাম : রহুল আমিন বিষয়/শ্রেণী : কবিতা পৃষ্ঠা সংখ্যা ৪৮ গায়ের মূল্য ৭৫ ৬. বইয়ের নাম : বিবর্ণ ক্যানভাস লেখকের নাম : অহিদুল ইসলাম বিষয়/শ্রেণী : উপন্যাস পৃষ্ঠা সংখ্যা ৬৪ গায়ের মূল্য ১০০ ৭. বইয়ের নাম : দ্বিতীয় নারী লেখকের নাম : সায়েফ সুফল বিষয়/শ্রেণী : কবিতা পৃষ্ঠা সংখ্যা ৪৮ গায়ের মূল্য ৭৫ ৮. বইয়ের নাম : অমরাবতী লেখকের নাম : জাহিদুল ইসলাম বিষয়/শ্রেণী : কবিতা পৃষ্ঠা সংখ্যা ৪৮ গায়ের মূল্য ৭৫ ৯. বইয়ের নাম : দৃষ্টি লেখকের নাম : সৈয়দ আহমদ আলী আজিজ বিষয়/শ্রেণী : কবিতা পৃষ্ঠা সংখ্যা ৪৮ গায়ের মূল্য ৭৫ ১০. বইয়ের নাম : ভূতের গলির ভূত লেখকের নাম : আর কে রনি বিষয়/শ্রেণী : শিশু-কিশোর গল্পগ্রন্থ পৃষ্ঠা সংখ্যা ৪৮ গায়ের মূল্য ৭৫ 11. Away form Home Author : Jahangir Alam Akash Subject : A Collection of Essays Pages : 158, Price : 200 Tk 12. Struggle For Peace Author : Jahangir Alam Akash Subject : A Collection of Essays Pages : 408, Price : 400 Tk বইমেলার ৭১ নম্বর (বাঙলায়নের) স্টলে আমাদের বই পাওয়া যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.