আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের তো বহুত লাভ হয়ে গেল

I have recognized God from the breaking of my plans ( Hazrat Ali [R.A] )

সরকার ভারতের কাছ থেকে বিদ্যুত্ কেনার যে চুক্তি করেছে, তার প্রতি ইউনিট বিদ্যুত্ গ্রাহক পর্যায়ে পৌঁছতে দাম ১২ টাকা ছাড়িয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পাশাপাশি নিজেদের উদ্যোগে দেশে কয়লাভিত্তিক বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র স্থাপনের পরামর্শ দিয়েছেন তারা। কারণ বর্তমানে কয়লাচালিত বিদ্যুত্ কেন্দ্রে প্রতি ইউনিটের উত্পাদন খরচ গড়ে ১ টাকা ৬৫ পয়সা। দেশে মোট উত্পাদিত বিদ্যুতের ইউনিটপ্রতি গড় উত্পাদন খরচ ২ টাকা ৭৭ পয়সা। কাজেই লোকসানে বিদ্যুত্ না কিনে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য নিজেদের উত্পাদন বাড়ানোর দিকে বেশি নজর দেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

১৯ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে বাংলাদেশের ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ২ বছরের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুত্ গ্রিড স্থাপনের বিষয়টি চূড়ান্ত হবে। ওই চুক্তিতে দু’দেশের সচিব পর্যায়ে স্টিয়ারিং কমিটির স্বাক্ষরিত চুক্তি সম্পর্কে ভারতে বিদ্যুত্ সচিব এইচএস বর্মা সাংবাদিকদের জানান, ভারতীয় মুদ্রায় প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ২ রুপি থেকে ২ দশমিক ২ রুপি বাংলাদেশকে পরিশোধ করতে হবে। এছাড়া ওইদিন খুলনায় কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন কয়লাচালিত একটি বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের চুক্তি হয়। যা ভারত তত্ত্বাবধায়নকরবে।

চুক্তি অনুযায়ী বাংলাদেশী টাকায় প্রায় ৩ টাকা ২৫ পয়সা দাম ধরা হলেও ওই বিদ্যুত্ গ্রাহকদের কাছে পৌঁছানো পর্যন্ত মূল্য ১২ টাকারও বেশি পড়বে বলে খুলনা বিদ্যুত্ কেন্দ্র ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) একাধিক বিশেষজ্ঞ জানিয়েছেন। তারা বলেন, ওই দামের সঙ্গে লাইন লস (সিস্টেম লস) খরচ যোগ হবে। বর্তমানে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের দেশব্যাপী বিদ্যুত্ সরবরাহে গড় সিস্টেম লস ১১ দশমিক ৩৩ শতাংশ এবং উত্পাদনে সিস্টেম লস হয় ১০ শতাংশের মতো। কাজেই কেনা বিদ্যুতে যে সিস্টেম লস হবে তা সমুদয় দামের সঙ্গে যোগ হবে। সেই সঙ্গে যোগ হবে হুইলিং চার্জ (সঞ্চালন খরচ)।

বর্তমানে বিউবোর গড় সঞ্চালন চার্জ ইউনিটপ্রতি ২২ পয়সা করে পড়ছে। এর সঙ্গে যুক্ত হবে ভারত থেকে বিদ্যুত্ আনার জন্য ভেড়ামারায় একটি বিশেষ সাবস্টেশন স্থাপনসহ ৪৫ কিলোমিটার লাইনের জন্য ১১০০ কোটি ব্যয়ের টাকার লোন ইন্টারেস্ট। ফলে ভারত থেকে কেনা বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ১২ টাকা ছাড়িয়ে যাবে। বিদ্যুত্ আমদানির সঙ্গে ভ্যাটের বিষয়টি সম্পর্কিত হলে মূল্যে আরও বেড়ে যাবে। খবর-আমার দেশ ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.