আমাদের কথা খুঁজে নিন

   

ইতালি প্রবাসীরা দেশের যেকোনো প্রান্তে এনসিসি ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন

www.nationalnews.com.bd

ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ দ্রুত ও নিরাপদে তাঁদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এনসিসি ব্যাংক লিমিটেড সম্প্রতি ইতালি ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে। এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফারাজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মহব্বত খান ও টিএম ফারুক চৌধুরী এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির পরিচালক হাজি ইদ্রিস ওয়াহাব ও আনোয়ার ফারাজি উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে ইতালিতে অবস্থানরত কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি এখন থেকে দেশের যেকোনো প্রান্তে এনসিসি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স বা প্রবাসী-আয় স্বজনদের কাছে পাঠাতে পারবেন। মোহাম্মদ নূরুল আমিন বলেন, এই চুক্তির ফলে দেশে রেমিট্যান্সের প্রবাহ অনেক বাড়বে এবং প্রবাসীরা বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উদ্বুদ্ধ হবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.