আমাদের কথা খুঁজে নিন

   

'জিয়া' নামলো, উঠলো 'শাহজালাল'

সবাইকে শুভেচ্ছা...
ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানবন্দর থেকে জিয়ার নামফলক সরিয়ে নেওয়ার পর মঙ্গলবার সেখানে হজরত শাহজালালের নামফলক তোলা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাতে নামফলক প্রতিস্থাপনের কাজ শুরু হয়। রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের টার্মিনাল ভবনের ওপরে স্থাপিত 'জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর' এর নামফলক থেকে 'জিয়া' শব্দটি খুলে নেওয়া হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে নতুন নামফলক 'হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর' তোলা হয়। বাংলা নামফলকটি পরিবর্তনের কাজ শেষ, ইংরেজি ও আরবি ফলকটি পরিবর্তনের কাজ মঙ্গলবার সকালে চলতে দেখা যায়।

বিমানবন্দরের একাধিক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নামফলক পরিবর্তন করার কাজ শুরু হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় থেকে নাম পরিবর্তন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পাওয়ার পর এ পরিবর্তনের কাজ শুরু হয় বলে তারা জানান। গত ১৫ ফেব্রুয়ারি মন্ত্রিসভা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ইসলাম প্রচারক শাহজালালের নামে রাখার সিদ্ধান্ত নেয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো, পঞ্চম সংশোধনী নিয়ে আদালতের রায়ের সঙ্গে সঙ্গতি রেখেই এ পরিবর্তন করা হয়েছে। তবে বিএনপি আমলে বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে বলেন, তাদের (বিএনপি) 'শিক্ষা' দিতেই বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়েছে।

জিয়াউর রহমানের গড়া দল বিএনপি বিমানবন্দরের নাম পরিবর্তনে ক্ষোভ প্রকাশ করে আসছে। এর প্রতিবাদে মঙ্গলবার প্রতিবাদ সমাবেশও করবে তারা। মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক ও দেশের প্রথম সামরিক আইন প্রশাসক জিয়া রাষ্ট্রপতি থাকা অবস্থায় সেনা অভ্যূত্থানে নিহত হওয়ার পর ১৯৮৩ সালে তার নামে বিমানবন্দরের নাম করা হয়। Click This Link
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.