আমাদের কথা খুঁজে নিন

   

জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না, জিয়া সেক্টর কমান্ডার ছিলেন না, জিয়ার লাশ কবরে নাই, জিয়ার লাশ বংগপসাগরে ভেসে গেছে।


জিয়া তুমি ক্যান এসেছিলে এই ধরনীতে। মৃত্যুর পরেও তোমার মুক্তি নাই এই পৃথিবী থেকে আর কবরে কি হচ্ছে যা আল্লাহই ভালো জানে। আমি যতদুর জানি একটা মানুষ মৃত্যুর পর সকল মানুষের কাছে ভালো হয়ে যায়। সবাই বলে আহারে লোকটা কতই না ভালা ছিল। এবং আমি এরকমই দেখে আসছি কিছু ব্যাতিক্রম ছাড়া।

সেই কবে জিয়া তুমি চলে গেছ; না চলে যাওনি তোমাকে চলে যেতে বাধ্য করেছে এ দেশের কিছু লোক। আর এখনো তোমাকে মনে রেখেছে এ দেশের জনগন। আরে এরাতো জনগন না এরা হলো প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি। কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বললেন জিয়ার লাশ তার কবরে নাই। আচ্ছা তার লাশ কবরে থাকুক বা নাই থাকুক তাতে প্রধান্মন্ত্রীর এতো মাথা ঘামানোর কি আছে! যেখানে মাথা খাটাতে হবে যেমন ঢাকার অসহনীয় ট্রাফিক জ্যাম, গ্যাস সমস্যা, দ্রব্যমুল্য(১০ টাকা চালের মুল্য) ইত্যাদি তার দিকে মনযোগ না দিয়ে জিয়ার লাশ নিয়ে টানাটানি করা আহাম্মকের লক্ষন।

আমাদের প্রধানমন্ত্রীকে আমরা আহাম্মক মনে করতে চাই না। এর কিছুদিন পর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বললেন, জিয়ার লাশ বংগপ্সাগরে ভেসে গেছে। তাই এই পৃথিবী থেকে একজন সাধারন ব্লগার জিয়া তোমার কাছে আকুল আবেদন জানাচ্ছে, একবার, শুধু একবার কবর থেকে বা বংগপ্সাগর থেকে উঠে আসে এই বিতর্কের অবসান করো। আর বলো তুমি এখন কই আছো। আমরা আর পারছি না তোমারকে নিয়ে এতো বিতর্ক বইতে।

একজন মৃত মানুষকে নিয়ে আমরা বিতর্ক করতে চাই না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.