আমাদের কথা খুঁজে নিন

   

কখনো রাত পেরোলে

চকিত চাহনী সেই হৃদয় দহনের ক্ষণ প্রতিটি প্রভাতে

কখনো যদি দিন পেরিয়ে সন্ধ্যা নামে রাতের আঁধার চটজলদি ডানে বামে তখন আমায় করিও স্মরণ করবে জানি; ক্ষরণ আমায় ডাকছে পিছু নিম্নবিত্ত মনের আরো নিচুতে গিয়ে শুধু পিছু পিছু এই জীবনের নগ্ন ঘানি; স্মৃতির পাতা ঝপাট ঝপাট সামনে পিছে অন্ধকারে অপার হয়ে মেলছে দুলছে দেখো দিন পেরিয়ে সন্ধ্যা এলে মন দেয়ালে এসব তুমি এঁকো স্মৃতির ডানায় ভেসে ভেসে খুব নিশিতে এসব তুমি দেখো....... আমায় তুমি দেখতে চেয়ে পাঠাতে রোজ খবরের পর খবর মুঠো ফোনে রোজ না দেখা হতাশার বার্তা এসে জমাতো কেবল ভীড় বলেছি আঁধার পেরিয়ে যাবো আলোতে এই অমাবশ্যার শেষে ফিরবো ফিরবো আবার আমি বাঁধার প্রাচীর ডিঙিয়ে যাবো যেভাবে রোজ হতো দেখা মুলাকাত হাতে হাত রেখে হেঁটে চলা আবার আমি ফিরবো সে পথে, দেখো তুমি, দেখো....... দিন পেরিয়ে সন্ধ্যা এলে মন দেয়ালে এসব তুমি এঁকো...... অলস সকাল বিকাল রাত্রি নিরলস প্রেষণায় নির্ঘুম চোখ দক্ষিণা হাওয়ায় পুকুর ঘাটে আড়িপাতা সময়ের বেহুলা বাঁশি কেটে গেছে নিভৃতে মানুষের ভীড়ে চোখে চোখে উড়ন্ত অভিসার পারো যদি আবার হাতটা বাড়াও স্বপ্ন গুলোকে বলো সত্যি পারো যদি আবার ফিরে এসো হারিয়ে যাবো চড়ে মেঘের ডানায় চকিত চাহনী সেই হৃদয় দহনের ক্ষণ প্রতিটি প্রভাতে মেহেদী রঙের আল্পনাতেই লেখো...... দিন পেরিয়ে সন্ধ্যা এলে মন দেয়ালে এসব তুমি এঁকো....... মৃত্যু আমার নিয়েছে পিছু সময় বুঝি ফুরিয়ে যাওয়ার সময় হলো চলার গতি থমকে দাঁড়ায় টিয়ার সেলে শব্দ দূষণ বন্দী জীবনে; বিত্ত বক্তৃতা বিবৃতি জনশক্তির মহড়া সাজিয়ে চলে সম্পর্ক বুনন পথে পথে ফুল আর ভুলের বেসাতি আমি নেই তাতে আজ, নেই কোন হিল্লোল আড্ডার কোন জটলায় আমি ফেরারী মৃত্যু খুঁজি রোজ রোজ মহাসড়ক কিংবা জলোচ্ছ্বাসে জানি দিন পেরিয়ে সন্ধ্যা এলে মন দেয়ালে এসব তুমি আঁকো স্মৃতির ডানায় ভেসে ভেসে খুব নিশিতে এসব তুমি দেখ যদি পারো একবার দেখে যেয়ো, দেখে যেয়ো ক্ষতের উপর হাতের পরশ মেখে দিও, মেখে দিও আমি না বলা কথার ঝুড়ি ছুড়বো না আর ছুড়বো না আমি পথের শেষে আর কখনো বাঁধা হয়ে দাঁড়াবো না আর দাঁড়াবো না কখনো যদি এমনি ভাবে দিন ফুরিয়ে সন্ধ্যা নামে তখন আমায় করবে স্মরণ জানি তখন আমায় করবে স্মরণ জানি তখন আমায় করবে স্মরণ জানি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.