আমাদের কথা খুঁজে নিন

   

প্লিজঃ ছেলেটার কান্না দেখে ঘৃণা করবেন না

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে। ছেলেটা কাঁদলো এবং কাঁদালো, বন্ধুগণ তার কান্নার কারণ শুনে আপনাদের ঘৃণা হতে পারে। প্রায় নিয়মিতই পানওয়ালা পাড়া হাড্ডি কোম্পানির সামনে বড় পর্দায় প্রদর্শন হচ্ছে আপিএল-এর খেলা। সেই খেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল জোয়ার আসর। সহজ-সরল ছেলেটা স্রেফ খেলা দেখতে গিয়েছিল।

চোখের সামনেই দেখছে বাজিতে কারো ৫শত টাকা নিমিসে হয়ে যাচ্ছে এক হাজার, কারো বা এক হাজর হয়ে যাচ্ছে দুই হাজার। ছেলেটার পকেটে ছিল ৫হাজার। দুই মাসের বেতন থেকে জমিয়েছে বাড়িতে পাঠাবে বলে। মন্দ কী যদি ৫টা এই সুযোগে ১০ করে ফেলা যায়। কিন্তু টাকাটা নিমিসে হয়ে গেল ৫০টাকা।

আমি জানি সাধারণ ভাবে কোন জুয়াড়ির জন্য আমাদের কারো হৃদয়ে কোন করুণা নেই,তবুও বলছি, প্লিজ ছেলেটাকে ঘৃণা করার আগে একবার ঘৃণা করুণ এই সমাজ আর বর্বর সভ্যতাকে যারা ক্রিড়ার মতো একটা বিনোদন মাধ্যমকে বানিয়ে তুলেছে জুয়ার আসর। ধ্বসিয়ে দিচ্ছে, নীতি নৈতিকতা। আর একবার স্মরণ করুণ কিউবার কথা। যে দেশে এক লক্ষের মতো নিয়মিত ক্রিড়াবিদ আছে, যারা অলম্পিক-এর মতো বনেদি ক্রিড়া আসরে নিয়মিত পদক জয় করে। কিন্তু তাদের কারো কাছেই খেলা পেমা নয়, স্রেফ বিনোদনের অংশ মাত্র।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.