আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা কিংবা ভালো না বাসার গল্প- বইমেলা ২০১০



ভাবনাটা গত বছরই ছিল; কিন্তু সময়ের অভাবে বাস্তবায়ন হয়নি। এবছরও একটু দেরী হলেও অবশেষে বইমেলায় আনতে পারলাম রানা'র "ভালোবাসা কিংবা ভালো না বাসার গল্প" - গল্প সংকলনটি। (isbn 978-984-8871-26-3) রানার লেখা ২০ টি গল্প ও তার অনুবাদ নিয়ে বইটি। সব কটি গল্পই সামহ্যয়ার ইন ব্লগে প্রকাশ পেয়েছিল। এবার এক মলাটে আসলো।

বইটি প্রকাশ করেছে "প্রতিভা প্রকাশ"- যাদের স্টল নাম্বার ৪৫০ মূল বইমেলার বাহিরে সড়কের ধারে। এই বইটি প্রকাশের পেছনের পুরো কৃতিত্বটুকুই দিতে হয় ব্লগার মোজাম্মেল প্রধানকে। লেখার কাজটুকু বাদে, কম্পোজ, প্রচ্ছদ সব সহ বই প্রকাশের বাকি সব কাজই সে নিজের ঘাড়ে নিয়ে, সফলভাবে সমাপ্ত করেছে। অসংখ্য ধন্যবাদ তাকে। আর সবসময় তথ্য দিয়ে, খোঁজ নিয়ে পাশে পাশে থেকেছে সিজার।

তার সাহায্য ছাড়া এই বই প্রকাশ করা হয়তো সম্ভব হতোনা। বইটির প্রচ্ছদে লাল রঙটি ব্যবহার করা হয়েছে রানার প্রিয় ফিকশন সিরিজ 'DUNE' এর কথা মাথায় রেখে, লেখকের নাম, পেছনের পাতায় পেপার ব্যাকের কিছুটা আদল রাখার চেষ্টাও করা হয়েছে সেজন্যে। ব্লগে লেখালেখি শুরু করার পেছনের একটা কারণ ছিল এই বই এর প্রকাশ টাও। রানার বন্ধু, শুভাকাঙ্খিদের হাতে তার লেখাগুলি পৌঁছে দিতে পেরে খুব ভালো লাগছে। সামহ্যয়ার ইন এর সব ব্লগারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা; তাদের উৎসাহ ও সমর্থন না পেলে এই লেখাগুলি হয়তো রানার খসড়া খাতাতেই পড়ে থাকতো।

সবাইকে ধন্যবাদ আবারও।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.