আমাদের কথা খুঁজে নিন

   

কিউইদের রানের পাহাড় ! ৫৫৩/৭ ডি.



আপডেট: বাংলাদেশ ৮৭/১ (১৭ ওভার) তামিম-৫৬*(৪৮ বলে),জুনাঈদ-৩*(১৬বলে) কায়েস-২৮ (৩৮বলে) আলোর স্বল্পতায় খেলা বন্ধ। শুরুটা ভালো হলেও বাংলাদেশ শেষ পর্যন্ত কিউইদের রানের পাহাড়ের নীচে চাপা পড়ে গেছে। ১৫৮ রানে ৫ম উইকেটের পতনের পর ষষ্ঠ উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে আরো ৩৩৯ রান যোগ হওয়া পর্যন্ত। স্কোর: নিউ জিল্যান্ড ৫৫৩/৭ (১৩৫ ওভার)। তারা ইনিংস ঘোষনা করেছে। একমাত্র সান্তনা রুবেলের ৫ উইকেট লাভ। এখন দ্বিতীয় দিনের চা বিরতি। এরপর আশরাফুল সাকিবদের জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়ে ক্যাচ তোলার প্রদর্শনী শুরু হবে। ওদের চোখের সামনে কিউইরা কিভাবে সম্ভাব্য বিপদ মোকাবেলা করলো সে বিষয়ের কোন স্মৃতিই আর কাজ করবে না। লাইভ লিঙ্ক: http://www.hitcric.info/ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।