আমাদের কথা খুঁজে নিন

   

চলার পথে বাঁকে বাঁকে জাফলং -- (ফটোব্লগ)

আপাতত ঘুরপাক খাচ্ছি!

জাফলং সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। যা সিলেট শহর থেকে প্রায় ৫০ কিমি দূরে--মূলত পর্যটন স্থান। শীত প্রায় শেষের দিকে। যেতে চাইলে এখনই উপযুক্ত সময়। আমাকে বেশ কিছুদিন দাপ্তরিক কাজে সিলেটের ১২ টি উপজেলাতেই ঘুরঘুর করতে হয়েছে--এই সুবাদে জাফলং যাওয়া।

জাফলং যাওয়ার পথে আশেপাশের মনোরম দৃশ্য ১. ২. ৩. ৪. ৫. ৬. ৭. জাফলংয়ের মূল বাজারের নাম মামার দোকান/ মামার বাজার। দৃষ্টির সীমানায় জাফলং জাফলংয়ে প্রথম যাই ২০০১ সালের দিকে। ডাউকি নদীটি বাংলাদেশ-ভারতকে বিভক্ত করেছে। তখন ডাউকি নদীটি ছিল ছড়ার মত আর বিশালাকার পাথর ছড়িয়ে ছিটিয়ে ছিল এখানে সেখানে--পানি ছিল টলটলে পরিস্কার --দৃশ্যটা আজও চোখে ভাসে। ৮. ৯. ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. নতুন একটি রিসোর্ট হচ্ছে।

এখান থেকে পাশের পাহাড়ের সৌন্দর্য অবলোকন করা যাবে। ১৭. বনভোজন চলছে মহাসমারোহে ১৮. ১৯. ২০. জাফলংয়ে সুযোগ পেলে উঠতে পারেন হাতির পিঠে। তামাবিল স্থল বন্দর ২১. ২২. ভারত থেকে কয়লা আসছে ট্রাকে করে। জাফলংয়ের পরিবেশ বিপর্যয় পাথর খেকো ব্যবসায়ীরা খেয়ে ফেলেছে ডাউকি নদীর সব পাথর। এখন আবার পাশের পাহাড়গুলো খাচ্ছে সমানতালে।

পরিবেশের বাজাচ্ছে বারোটা। ২৩. ২৪. ২৫. ২৬. ২৭.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।