আমাদের কথা খুঁজে নিন

   

বোকারাই ভালবাসতে পারে বোকার মতন!

শিরদাঁড়া নেই, বহু শরীরেই নিজেদের মানাতে মানাতে.......

আফসোস, সেই বোকাদের জন্য, যারা সমুদ্র না দেখেই সমুদ্র মন্থন করেছে। আফসোস, সেই বোকাদের জন্য, যারা নারী শরীরকে না জেনেও নারীকে ভালবেসেছে। ভালবাসতে বাসতে ফতুর হয়েছে, নিজেকে নিঃশেষ করেছে, স্বমৈথুনে, রসময় গুপ্ত, এ মার্কা ছবি, লাল নীল ব্লু ব্লূ, ফুটপাতের বাচাল হকারের প্রতিশ্র“তি, থমকে দাড়িয়েছে, শ্রীপুরের ট্যাবলেট, হৃদয়ের ধ্বনি শুনতে চেয়ে কান পেতেছে, শুনেছে আপন শরীরের গর্জণ, জানতে পারেনি মেয়ে শরীরের অভ্যন্তরের সাজানো উপচার, তবুও ভালবেসেছে অকৃত্রিম স্বখাদে। নারীর নিঃসরণের রসায়ন জানে না সে, জানে শুধু ভালবাসার সহজ সমীকরণ। অভিবাদন, সেই ভাগ্যবানদের, যারা সমুদ্রের গভীরে দিয়েছে ডুব, মুক্তো তুলতে গিয়ে মুঠো ভরে তুলে নিয়েছে কাকর। অভিবাদন, সেই ভাগ্যবানদের, যারা জেনে গেছে নিখুত নারী শরীর, জানতে জানতে ভালবাসা চলে গেছে। বোকারাই ভাগ্যবান! না জেনে ভালবাসতে পারে বোকার মতন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।