আমাদের কথা খুঁজে নিন

   

তদন্তের দাবি প্রধান নির্বাচকের

হকিকে ঘিরে নতুন সম্ভাবনা জেগে উঠেছিল। ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড হকি লিগে ভালো করাতে অনেকে ভেবেছিলেন বাংলাদেশের হকির দুর্দিন শেষ। না, মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই সম্ভাবনার যেন মৃত্যু ঘটল। ওয়ার্ল্ড হকি লিগে যে ওমান বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়েছিল সেই ওমানই কিনা এশিয়া কাপে জিমিদের দাঁড়াতেই দিল না। ১-৪ গোলের হারের মধুর প্রতিশোধ নিল সোমবার নবম এশিয়া কাপে বাংলাদেশকে ৪-২ গোলে হারিয়ে।

সত্যি বলতে কি প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৯ গোলে হারলেও এ নিয়ে কেউ হতবাক হননি। কারণ প্রতিপক্ষ হিসেবে কোরিয়ানরা ছিল ধরাছোঁয়ার বাইরে। কিন্তু ওমানের কাছে হারটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ক্রীড়াঙ্গনের কেউ। কোচ নাভিদ আলম দৃঢ়ভাবে বলে যান গ্রুপে কোরিয়া ও ভারতের বিপক্ষে জেতা সম্ভব নয়। ওমানের সামনে তার শিষ্যরা জ্বলে উঠবে ঠিকই।

কিন্তু একি হলো, উল্টো বাংলাদেশকে ম্যাচেই খুঁজে পাওয়া গেল না। কেন এমন হলো এ নিয়ে কথা হচ্ছিল জাতীয় দলের প্রধান নির্বাচক কামরুল ইসলাম কিসমতের সঙ্গে। প্রথমে তিনি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, ভাই একথা বলে আমাকে আর লজ্জা দিয়েন না। এমনভাবে হারবে তা ভাবতেই পারিনি। কোরিয়ার সঙ্গে ৯ গোল খেলেও মেনে নিয়েছিলাম।

আগামীকালও ভারতের সঙ্গে জেতাটা অসম্ভব। কিন্তু ওমানের কাছে হারবে তা মানি কীভাবে। এরপর কিসমত বলেন, খেলাতে জয়-পরাজয় থাকবেই। কিন্তু ওমানের বিপক্ষে কোনো পজিশনেই বাংলাদেশ খেলতে পারেনি। ম্যাচে ওমান খুব যে বেশি গোলের সুযোগ পেয়েছে তাও নয়।

অথচ যা পেয়েছে তাই কাজে লাগিয়েছে। অন্যদিকে আমরা ফাঁকা নেট পেয়েও গোল করতে পারিনি। দেখেন টিভিতে ম্যাচ দেখে অবাক লাগল প্রথমার্ধে কৌশল খাটিয়ে বাংলাদেশ কোনো পেনাল্টি কর্নার আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধে দুই পেনাল্টি কর্নারের একটা কাজে লাগিয়েছে। আসলে ওমানের বিপক্ষে বাংলাদেশ যে কোন পদ্ধতিতে খেলেছে তা আমি খেলোয়াড় হয়েও বুঝতে পারিনি।

এই হার সত্যিই আমাদের লজ্জায় ফেলে দিয়েছে। কিসমত বলেন, এই হারের পর ফেডারেশনের উচিত হবে তদন্ত করা। কেননা সবকিছুতেই এখন জবাবদিহিতা থাকা উচিত। তিনি বলেন, এই হার আমাদের বুঝিয়ে দিয়েছে হকিতে এখনো অনেক পিছিয়ে আছি। তাই দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

কিসমতের মতে এখন শুধু জাতীয় নয় হকিতে ক্রিকেটের মতো 'এ' দল গঠন করতে হবে। বয়সের কারণে অনেক খেলোয়াড় এখন আন্তর্জাতিক ম্যাচে উপযুক্ত নয়। 'এ' দল গড়লে সেখান থেকে নতুন খেলোয়াড় খুঁজে পাওয়া যাবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.