আমাদের কথা খুঁজে নিন

   

তেলাপোকা নিধন

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

নতুন ভাড়াটে হিসেবে নিকেতনে উঠলাম। বাসা ভালই লাগল। দুটো বারন্দা, পুর্বের টাতে ছিল একটা, তাও পরিসর এত ছোট যে ওটা আমি ব্যবহারই করতাম না। কিচেন টাও নতুন ফ্ল্যট এ বড়, ৮' x ৮' আয়তন হবে অবশ্যই। দেয়ালে চার খোপ এর কিচেন ক্যবিনেট।

ওঠার দু দিন আগে ওটার অবস্থা নিরীক্ষা করতে গিয়ে দেখি সবগুলো কোনায় ছোট তেলাপকার অবাধ বিচরন। বাসা খোঁজার অত সময় নেই, এই বাসাটা একটু পুরনো হলেও, রুমগুলো খোলামেলা ও বড়। পরিবারকে জানালাম, মৃদু আপত্তি তো ছিল (ওটা "হোম" মিনিস্টৃর সবসময় থাকে)। উত্তরে জানালাম, তোমরা যখন আসবে, নিজেরা পছন্দমত খুঁজে নিও। তেলাপোকা নিধনে প্রথমে বাজার থেকে "Finis” এর পাউডার কৌটা শুধু কিচেন এই একদিনে শেষ করে ফেললো।

পরের দিনও ঐ ক্ষুদ্র অতিথি ঠিকই বিচরন করতে দেখা গেল। বাড়িওয়ালা কিচেনে গাড় সবুজ রং এর টাইল দিয়েছেন, যেটা আমার মোটেও পছন্দ নয়। কিচেন থাকবে ধবধবে হালকা রং দিয়ে পরিষ্কার। মানে হালকা সাদা, কৃম রং ইত্যাদি, যাতে পরিষ্কার করলে বোঝা যায় যে পরিষ্কার হয়েছে। বাড়িওয়ালা গাড় সবুজ রং এ তেলাপোকা কোথায় আছে সেটাও ঠিকমত দেখা যায় না।

রাতে কিচেনে আমার প্রবেশের সাথে সাথে ওদের সাক্ষাত। তেলাপোকা নিধনের প্রকল্প মনে মনে নিয়ে ফেললাম। সাবধানতাও নওলাম, সেগুলো হোল: 1. কিচেনে খাওয়া বন্ধ করে দিলাম। 2. কোন খাবার যাতে মেঝেতে বা খোলা অবস্থায় পরে না থাকে, সে সতর্কতাও অবলম্বন শুরু করলাম। 3. খাবারের উচ্ছিষ্ট যদি রাখতেই হোত, তা প্লাস্টিক প্যকেটে সীল করে রাখা শুরু করলাম।

4. রুটি টোষ্ট যাইই খাই চেষ্টা করি সাথে ধুয়ে ফেলে ডাইনিং টেবিল এ রাখা শুরু করলাম এবং প্রকল্পের প্রাথমিক ধাপ হিসেবে জিজ্ঞেস শুরু করলাম বাজারে কিকি পাওয়া যায়। তালিকায় রইল: 1. স্প্রে 2. "Finis” এর পাউডার কৌটা 3. সাদা চক (অনেকেই বললেন এটা যথেষ্ট কার্যকরী) 4. অন্যান্য দফতরেই একজন জানালেন, বোরিক পাউডার ও চিনি গুলিয়ে পেস্ট এর মত করে যেসব কোনা কোনা এলাকায় তেলাপোকার বিচরন, ঐসব এলাকায় লাগিয়ে দিতে। মন্দ লাগলো না উপদেশটা, চেষ্টা করে দেখতে অসুবিধে কি? ভদ্দরলোক বলেছিলেন,সপ্তাহে একবার করে কয়েকবার লাগাতে উপদেশ দিলেন। প্রথম ধাপে গত পরশু একবার ই লাগিয়েছি। ভালই কার্যকরিতা দেখতে পাচ্ছি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।