আমাদের কথা খুঁজে নিন

   

“তেলাপোকা” “তেলাপোকা”

ইশতিয়াক আমার ওই ৫০% ডিসকাউন্ট বান্ধবীর কথা মনে আছে না আপনাদের ও এক দিন ভোর বেলা আমাকে কল দিছে পুরা আতঙ্কিত গলায়..... বান্ধবীঃ ওই একটা ঘটনা ঘইটা গেছে আমিঃ (ঘুম ঘুম চোখে) কি ঘটছে ?? বান্ধবীঃ তোর তো এস এস সি তে বায়োলজি ছিল ?? ছিল না?? আমিঃ হা, ছিল, তো ?? বান্ধবীঃ তাইলে তো তুই জানোস যে “তেলাপোকা” সর্বভুক আমিঃ ও জানি, তো?? বান্ধবীঃ গত রাতে “তেলাপোকা” আমার আঙ্গুল খেয়ে ফেলছে আমিঃ কে কি করছে ?? বান্ধবীঃ “তেলাপোকা” “তেলাপোকা” আমিঃ হুম, বুজছি তো তেলাপোকা, কি করছে তোরে তেলাপোকা?? বান্ধবীঃ আমার আঙ্গুল খেয়ে ফেলছে আতঙ্কিত গলা শুনে বিছানায় উঠে বসছিলাম, আবার শুয়ে পরলাম আমিঃ তা কত টুকু খাইছে ?? পুরাটুকু নাকি অর্ধেক ?? তোর শাশুড়ি তোরে দেখতে আইসা তোরে আংটি পড়াইতে পারবে নাকি আংটি নিয়েই ফেরত যাবে ?? বান্ধবীঃ তুই আমার সাথে ফাজলামি করস ?? আম্মারে বললাম আম্মাও বিশ্বাস করল না, এখন তুই ও ফাজলামি করস আমিঃ আচ্ছা আচ্ছা, কান্দিস না, আচ্ছা তেলাপোকার দাঁতে তো বিষ আছে, বিষ তো তোর রক্তে ঢুকে গেছে, জলদি নিচের তালার ডাক্তার আপুর কাছে যা, আপুরে পুরা কাহিনী খুইলা বইলা treatment নে বান্ধবীঃ কি কস তুই আমিঃ জলদি যা, জলদি যা সেই যে বান্ধবী গেলো, ৭ দিন তার আর কোন খোঁজ নাই, কল দিলেও ধরে না, এস এম এস এরও রিপ্লাই দেয় না ৭ দিন পরে অবশেষে কল ধরল আমিঃ কিরে তুই বাইচা আছস ?? আমি তো মনে করলাম তুই তেলাপোকার কামড়ে শহীদ হয়ে গেছোস বান্ধবীঃ তুই আমারে আর জীবনে কল দিবি না, তোর মতো চাপাবাজ আর বাটপার আমি আমার এই জীবনে দেখি নাই আচ্ছা ভাই, আপনারাই বলেন, আমি বাটপারি টা কি করলাম ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।