আমাদের কথা খুঁজে নিন

   

সরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নাতি

ভাতের মজা কিছুতেই পাই না।

অফিসে নতুন কলিগ জয়েন করেছেন। মধ্যবয়স্ক ভদ্রলোক। মুখ ভর্তি নতুন দাড়ির জঙ্গল। পুরোটাই কাল।

সদা হাস্যময়। সবার সাথেই সদ্ভাব বজায় রাখতে সর্বদা ব্যতিব্যস্ত। অফিস টাইমের পুরোটাই মাথায় করে রাখেন। একবারে গোসাইপুর সরগরম। এত কথা বলতে পারেন তিনি যা কল্পনার বাইরে।

কোন মানুষ যে কাজে অকাজে সর্বক্ষন রাজ্যের কথা বলতে পারেন উনাকে না দেখলে বিশ্বাস করাই মুশকিল। আমাদের অবস্তা পাগলের মত, যে কোন সময় হয়ে যাব। তবে যথেষ্ট ভাল লোক। দুই হাতে টাকা পয়সা বিলান। মানুষকে খাওয়াতে তার যত আনন্দ।

তার চেয়েও আনন্দ হল অন্য লোকের কাছে বলে বেড়ানো যে আমি একে ওকে খাইয়েছি। আমার উনাকে কখনও মনে হয় পাগল। আবার পরক্ষণেই মনে হয় অবোধ শিশু। স্থানীয় লোক। তাই এমন কোন লোক নেই যে উনি চিনেন না।

সবার সাথেই সুযোগ ফেলে আলাপ শুরু করে দেন। আর আলাপের মধ্যে কয়েকবার ই বলবেন “সরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আমার নানী” “সরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আমার নানী” “সরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আমার নানী” “সরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আমার নানী”...। সারাক্ষন বকবকানি শুনতে শুনতে একদম বিরক্ত হয়ে গেছি। ভাবছি কালকে থেকে কানে দেবার জন্য তুলা নিয়ে যাব কি না!!! সরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বুড্ডা নাতির বকবকানির অত্যাচার থেকে আপাতত তুলা ই আমাদের বাচাঁতে পারে। কি বলেন?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।