আমাদের কথা খুঁজে নিন

   

সহ-ব্লগার লীনা ফেরদৌসের কাব্যগ্রন্থ: 'ভালবাসার ছড়াছড়ি' : গভীর প্রেমের সরল প্রকাশ অথবা প্রেম ও প্রকৃতির ছন্দবদ্ধ-বর্ণীল উপস্থাপন

munirshamim@gmail.com
কবিকূল অথবা কবিতাবোদ্ধা ছাড়াও কবিতার আরও ভক্ত রয়েছে। আরও কবিতা প্রেমী রয়েছে। যারা কবিতার একেবারে সাধারণ পাঠক। কবিতা পড়তে ভালবাসে। শুনতে ভালবাসে।

তাদের অনেকের পক্ষ থেকে একটি অভিযোগের আঙ্গুল তোলা হয়। সমকালীন কবিতা সম্পর্কে। বিচ্ছিন্নতার অভিযোগ। কবিতার দুর্বোদ্ধ হয়ে উঠার অভিযোগ। কবিতাকে দুর্বোদ্ধ করে তোলার অনুযোগ।

কবিতা সাধারণ পাঠকদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। নান্দনিকতা, শিল্প, উপমা-অলংকারের চাপে কবিতা কখনও কখনও ’নন কমিউনিকেটিভ’ হয়ে উঠছে। যদিও কবিতা শেষ পর্যন্ত শতভাগ কমিউনিকেটিভ হওয়া উচিত কিনা, এর ভেতরের রহস্য পুরোটা উন্মেচিত হওয়া দরকার কিনা এ নিয়ে পক্ষে-বিপক্ষে বিস্তও তর্ক-প্রতর্ক রয়েছে। সে যাই হোক এ ধরনের অভিযোগ-অনুযোগকারী কবিতাপ্রেমীদের কাছে লীনা ফেরদৌসের 'ভালবাসার ছড়াছড়ি' অনায়াসেই সমাদর পাওয়ার উপযোগী একটি প্রকাশনা। তারমানে কি লীনা তার কবিতায় উপমা-অলংকারের কোন ধার ধারেন নি? মোটেই তা নয়।

নারী-পুরুষের সহজাত প্রেম-ভালবাসা-বিরহের আকুতি ও গভীরতা প্রকাশে বরং বিস্তর উপমা লীনা ব্যবহার করেছেন। কিন্তু সেসব উপমা খুব কাছের। আশ-পাশের প্রকৃতি থেকে নেয়া। আর ভাষা ও বর্ণনা খুব সহজ-সরল-সাবলীল। এ সহজ সরল সাবলীলতাই কবিতাগুলোকে উপভোগ্য করে তুলেছে বা তুলবে পাঠকের কাছে।

মোট ২০টি নির্বাচিত কবিতা নিয়ে বইটির শরীর-অবয়ব। যেগুলোর বেশির ভাগই ইতোপূর্বে সামহয়ার ইন এ প্রকাশিত হয়েছে। শুদ্ধস্বর থেকে প্রকাশিত বইয়ের ভূমিকায় কবির জন্য শুভ কামনা করেছেন আহমাদ মাযহার। তাঁর ভাষায় 'লীনা ফেরদৌসের ভালবাসার ছড়াছড়ি তে জড়াজড়ি করে আছে ভালোবাসা ও গীতলতা, একই সঙ্গে আছে প্রকৃতির রূপের অবারিত আনাগোনা। . . . যদি বলা হয় প্রেম ও প্রকৃতির কবিতা তাহলেও বোধহয় ভুল বলা হবে না।

প্রেমের অনুভূতি প্রকাশে প্রকৃতি এক অনিবার্য অনুষঙ্গ। এখানেও অনুষঙ্গ এসেছে খুব অন্তরঙ্গ হয়ে। রচনাগুলোতে প্রেম ও প্রকৃতির রূপ ও অপরূপের লীলা আশা করি পাঠকদের আনন্দ দেবে'। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্র“ব এষ। অলংকরণ সুমন।

দুজনের কাজই আকর্ষণীয়, উপভোগ্য হয়েছে। যা বইয়ের একটি বাড়তি আকর্ষণ। সাথে যুক্ত হয়েছে 'একটা কিনলে একটা ফ্রি' স্টাইলে কবিতার বইয়ের সাথে সংযুক্ত কবিতাগুলোর আবৃত্তির সিডি। আবৃত্তি করেছেন দুই কৃতি আবৃত্তিকার কাজী আরিফ এবং তামান্না তিথি। বইয়ের সাথে এটি ফ্রি পাওয়া গেলেও আবৃত্তি আন্দোলনের একজন ঝরেপড়া কর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে, সিডিটি যেকোন কবিতা পিপাসুর শুধু ভাল লাগবে না।

সংগ্রহে রাখতেও ইচ্ছে করবে। বইয়ের বেশির ভাগ কবিতাই মাত্রাবৃত্ত ও স্বরবৃত্ত ছন্দে লেখা। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এ দু’টি ছন্দের, বিশেষ করে স্বরবৃত্তের তাল-লয়ের ক্ষেত্রে কানই প্রধান বিচারক। কানই বলে দেয় কোথাও মাত্রার পতন হলো কি না। সে ক্ষেত্রে কবির কান আগামীতে আরও মনোযোগী হবে পাঠক হিসেবে এ দাবি আমরা করতেই পারি।

তুমি আছ বলে ভালোবাসার ছড়াছড়ি জোছনা ও জলে। এ রকম গভীর অনুভূতি অথচ সহজ-সরল প্রকাশের কাব্য চর্চা এগিয়ে যাক। অনেক শুভ কামনা থাকলো এ তরুন কবির প্রতি। আমদের সহ-ব্লগার লীনা ফেরদৌসের প্রতি। সিডি সহ বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় শুদ্ধস্বর এ স্টল স্টল নম্বর ২৪০
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.