আমাদের কথা খুঁজে নিন

   

অভিনন্দন, সালাম... সহব্লগার যোদ্ধা ভাই-বোনদেরঃ শাহবাগ থেকে ফিরে

ফ্রি.....ড.....ম!!!!! শাহবাগ গিয়েছিলাম মনের টানেই, জনতার সাথে মিশে গিয়ে প্রতিবাদ জানাতে। সকল যুদ্ধাপরাধীর ফাঁসীর দাবী জানাতে। দেখা হয়ে গেল সহব্লগার ইকরামউল্লাহর সাথে। ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ইকরামউল্লাহ অপেক্ষা করছিল নোবিতা রিফুর জন্যে। ফোন করে জানা গেল তারা যাদুঘরের সামনে।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ যেতে যেতই দেখা হয়ে গেল তন্ময় ফেরদৌসের সঙ্গে। সহাস্যে হাত খানা বাড়িয়ে দিল। ফেলুদার চারমিনার, পুশকিন, নাফিজ মুনতাসির সবাই এক সঙ্গে। ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ নোমান নমি গ্রুপ ছবি তুলতে সহযোগিতা করলো। অন্যমনষ্ক শরৎ তাড়া দিল ব্যানারের সামনে দাড়াতে।

অবাক হয়ে দেখছিলাম শরৎ, কাল্পনিক_ভালবাসার শ্লোগান আর উদ্যম। ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ এস আর জনি, রাইসুল সাগর, একজন আরমান ...দুরে দাড়িয়ে আমিনুর রহমান দম নিচ্ছে ধোঁয়া খেয়ে....মাহতাব সমুদ্র ও আছেন তাদের পাশেই। আরেকজনকেও দেখলাম...শ্লোগান রত অবস্থায়। ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ এ্যানোনিমাস একজনকে পেছন থেকে দেখে ভেবেছিলাম উনি আমাকে দেখেন নি! পরে আবিষ্কার করলাম উনি ঠিকই দেখেছেন, যদিও তখন কথা হয়নি। ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ মডু নামে বিখ্যাত ব্লগার রেজোওয়ানা, সাথে ছিলেন আরামিন২৯ সহাস্যে উপস্থিত, অপরিনীতাকে দেখলাম সেই সদা হাস্যোজ্জ্বল মুখে।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ দুর্বা জাহানকে দেখলাম দূর থেকে। পারভেজ আলম, আসিফ মহিউদ্দিন...দুর থেকে হাই জানালেন ..দুরে থাকায় জিজ্ঞেস করতে পারি নি এখন উনার শরীর কেমন। ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ তামিম ইবনে আমান , ঘুড্ডির পাইলট....দেখলাম কান্ডারী অথর্বকে। পাশে ছিলেন বোকা ডাকু। ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ রাতের বেলা তরুণ যোদ্ধাদের উদ্যম শেষ হয়ে যেতে দেখি নি।

বরং যেন নতুন করে প্রাণের সঞ্চার হচ্ছে তাদের মাঝে। ভালো লেগেছে সামহোয়্যারইন এর কর্তৃপক্ষ জানা-র সহাস্য উপস্থিতিতে। আমি মুক্তিযুদ্ধ দেখি নি, দেখেনি তরুণ এই প্রজন্ম। কিন্তু তারা দেশকে ভালোবাসে যে কোন কিছুর বিনিময়ে। তারা প্রত্যেকেই নিজের মনের তাগিদে, রাজাকার মুক্ত দেশ দেখার তাগিদে এই যুদ্ধে অংশ নিয়েছে।

নাম বলতে পারলাম না এমন আরো অনেকেই আছেন, যারা শুধু অনলাইন একটিভিস্টই নয়, বরং নিজেদের জীবন বাজি রেখেও দেশকে রাজাকার মুক্ত করার স্বপ্নে বিভোর। সালাম সহব্লগার যোদ্ধা ভাই-বোনেরা ছবির সাথে বলা কথার মিল খুঁজতে যাবেন না, আমি পুরো কথাগুলোকে ভাগ ভাগ করে বলছি, এই আর কি....  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.