আমাদের কথা খুঁজে নিন

   

রিমিক্স রম্য গল্প

প্রতিদিন মাত্র একজনকে হাসাতে পারলে নিজেকে সার্থক মনে হয়

. একদা এক গরিব কাঠুরিয়া ছিল। . সে কাঠুরিয়ার জলার ধারের জঙ্গলে কাঠ কাটার অতঃপর নদীতে কুঠার হারানো............... হীরার, সোনার, রুপার ও তার আসল কুঠার নিয়ে বাড়ি ফেরার কাহিনী সবারই জানা- . বাড়িতে তার স্ত্রী ঘটনা বিস্তারিত জানবার সাথে সাথে কাঠুরিয়ার কুঠার নিয়ে জলারধারে চলে যায়। ইচ্ছা করে কুঠার পানিতে ফেলতে গেলে নিজেই নদীতে পড়ে ডুবে যায়। . এভাবেই গল্পটা শেষ হয়েছিল অতিলোভীর শাস্তি হিসাবে ......... . কিন্তু বর্তমানে রিমিক্স-এর জোয়ারে সেই গল্পের শেষটা আরও লম্বা হয়ে গেল, . কাঠুরিয়া যখন জানতে পারলো তার স্ত্রী নদীতে ডুবে গেছে আবার সে জলদেবীর দৃষ্টি আকর্ষনের জন্যে সেই নদীর পারে আবার হাপুস নয়নে কাঁদতে থাকে। যথারীতি জলদেবী উঠে এসে কারন জানতে চায় এবং শুনে নদীর তলদেশ থেকে চিত্রনায়িকা পূনির্মাকে তুলে নিয়ে এল। ঠিক প্রথমবারের মতো জানতে চাইল, "এটা কি তোমার বউ ?" কাঠুরিয়া খানিক চিন্তা করে আলতো মাথা নেড়ে বলল, "জী হ্যা, এটাই আমার বউ।" জলদেবী খানিক বিরক্ত হয়ে বলল, "কাঠুরিয়া তুমিতো সততা ও ন্যয় -এর প্রতীক ছিলে, কিন্তু আজ একি রূপ!" কাঠুরিয়ার কাতর জবাব, "অপরাধ মাপ করবেন দেবী, কিন্তু এ যে আমার অভিঞ্জতার ফল।" আপনি গতবারের মতো প্রথমে পূর্নিমা তারপর শাবনূর তারপর মৌসুমীকে, শেষে আমার বউকে নিয়ে আসবেন এবং সততার পুরস্কার হিসাবে চারবউ আমাকে দিয়ে দেবেন। এক সুন্দরী বউ-এই বাঁচিনা এর মর্ধ্যে চার চার খান ............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।