আমাদের কথা খুঁজে নিন

   

সেনাবাহিনী রিমিক্স ( Be Carefull )

মোরা বড় হতে চাই

আমি মুমিন, শেষবার যখন সেনাবাহিনী নেমেছিল তখন অনেক ছোট ছিলাম। কিন্তু এবার সেনাবাহিনী নামার আগে অনেককে অনেক কিছু বলতে শুনছি। সত্য কি মিথ্যা জানিনা তবে কয়েকটা শেয়ার করলাম সবার সাথে। *চুলের স্টাইল চেন্জ করতে হবে। যারা জেল মাইরা চুল খাড়া করে কিংবা DJ স্টাইলে চুল রাখে তাদের নাকি সেনাবাহিনী দেখলে খবর আছে।

সোজা নাপিতের কাছে নিয়া মাথা ন্যাড়া কইরা দিবো। তাই সাবধান। শেষবার আমাদের গ্রামের একজনের এই অবস্হা হইছিল। *কোথাও বইসা যদি গন্ডা চারেক বন্ধু নিয়া আড্ডা মারতে দেখে সেনাবাহিনী তাইলে কাছে গিয়া জিগাইতে পারে নানান কিছু। একটু এদিক-সেদিক হইলে ডান্ডা দিয়া ঠান্ডা করব।

*স্কুলে যাইতাসেন অথচ স্কুল ড্রেস নাই,জুতা নাই! খবর আছে। স্যারদের বদলে তারাই কান ধরে উঠাইতে বসাইতে পারে। (ইজ্জত পান্চার) *মোটর সাইকেল চালান যারা তাদের পুরা ভদ্র ভাবে চালাইতে হইব। ড্রাইভিং লাইসেন্স,হেলমেট রাখতে হবে সাথে। তা না হইলে তো..... বুঝতাসেন।

*স্কুল-কলেজের আশেপাশে যদি কোনো ইভটিজার পোলাপাইন ইভটিজিংয়ের খায়েশ মনে নিয়া ঘুরায় তাইলে তাগোরে পানিশমেন্ট দিবে সেনাবাহিনী। আল্লাহ না করুক যদি মেয়েদের পা ধরে মাফ চাওয়ার কথা বলে তাইলে তো একেবারে ইজ্জত ডিসমিস। তাই সেনাবাহিনী যতদিন মাঠে থাকবে ততদিন মেয়েদের বোন হিসেবে দেখতে হবে। *Girl Friend নিয়া ডেটিং এ যাবেন?ভালো কথা! তবে সেনাবাহিনী যদি দেখে তখন হয়তো এক্কেবারে কবুল করাইয়া আই মিন বিয়া পড়াইয়া বাড়ীতে পাঠাবে। তাই আপনার Girl friend কিংবা boy friend এর সাথে এ কয়দিন মোবাইলেই দেখাশুনা কিংবা আলাপ চালিয়ে নিবেন।

*শুনলাম আপনি নাকি খুবই চালু মাল! কাউরেই ডরান না। সেনাবাহিনীকেও না!!! তাইলে বস একটু থামেন। উনারা পুলিশ না যে বুঝাই টুঝাই কিছু দিয়া মামলা ফালাইয়া দিবেন! বেশী ফাপর নিলে আমাদের বিশ্বনাথের বাসিয়া নদীতে নামাইয়া ডুব দেয়াতে পারে। শেষবার নাকি এলাকার এরকমই একজনকে চুবিয়েছিল। এই ঠান্ডার মধ্যে...ইশশশ.... *আপনি বিএনপির কিংবা আওয়ামী লিডার! ভালো কথা।

তয় বস উনাদের সাথে নেতাগীরি দেখাইয়েন না। এসব করলে না থাকবেন আপনি আর না থাকবে আপনার নেতাগীরি। জেলে ঘানিও টানতে হইতে পারে। *আপনি বস আইমিন এলাকার বাপ,কেডার যাই বলেন না কেন, এই সময় এইগুলান অফ করতে হইব। কারন উনারাও নাকি র্যাব এর মতই ক্রসফায়ার করতে পারেন।

উনাদের নিশানা কাভি মিসটেক নেহি হতা। *উনাদের সামনে মদ বা গাজা তো দূরের কথা সিগারেট খাইলেও খবর আছে। উনাদের কেলানী (মাইর) খাইয়া ব্যানসন তো বাদ দিলাম আকিজ বিড়িও টানতে পারবেন না। যারা নেশা ত্যাগ করতে চান কিন্তু পারছেন না,সেনাবাহিনীর ভয় ইউজ কইরা ত্যাগ করতে পারেন ইচ্ছা করলে। *আপামণিদের বলছি,উসকো-খুসকো পোষাক কিংবা Behave নিয়া চলাফেরা করার সময় সেনাবাহিনীর হাতে পড়লে আপনাদেরও খবর আছে।

পরে এমন অবস্হায় পড়তে পারেন যে কোথাও গেলে বুরখা ছাড়া কেউ আপনারে কামানের গোলা মাইরাও নিতে পারবে না। তাই বি’কেয়ারফুল। লেখাটিকে কেউ খারাপ দৃস্টিতে দেখবেন না দয়া করে। অনেক মানুষ ঠিক এইভাবেই আলাপ আলোচনা করছে। তবে উপরিউক্ত প্রত্যেকটা লেখাই হয়তো সত্যি হয়েও যেতে পারে।

তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। লেখাটি কেমন লাগল জানাবেন এবং কোথাও কোনো ভুল হলে মাফ করবেন। © মুমিন আহমেদ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।