আমাদের কথা খুঁজে নিন

   

মৈথুন পরবর্তি দীর্ঘ:শ্বাস

যাদুকর কিংবা কিংবদন্তিরাও মরে, তবে ভর করে ইতিহাসের বাতাসে।

হৃদয়ের তাপমাত্রা আজকাল শূন্যের আশেপাশে থাকে- ফসলি জমিতে, ঘুণ ধরেছে। ভালবেসে দেখিয়াছি, ঘৃণা করে দেখিয়াছি.....। মৃত যারা ছিলো, অন্ধ যারা আসিতেছে... দুই উরুর সন্ধিস্থলে গোপন যন্ত্রনা যাদের তাড়িয়ে বেড়াবে অথবা যারা পাপ পাপ করে, ধর্ষকামি বিজ্ঞাপন দেখে মনে মনে শুয়ে পড়বে জানে নাই জীবনের গভীরতর আরো আরো অসুখের নাম জানিতেও পারেনা, কেন? এমন হয়। হৃদয়ের যে আরো কতো সুখ আছে-অসুখ আছে, প্রেম আছে ভালোবাসা আছে, শূণ্যতা আছে। বিজ্ঞাপন টাঙ্গিয়ে বসে আছি, তবু বৃষ্টি নামেনা...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।