আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাইভ গোডার্ড-এর কার্টুন এবং ইনকামের বাংলাদেশী প্রেক্ষাপট!

http://www.myspace.com/423882880/music/songs/31785002
গোডার্ড কথন যুক্তরাজ্যের অক্সফোর্ডে বেড়ে ওঠা ক্লাইভ গোডার্ড ছোটবেলার প্রিয় "লুক এন্ড লার্ন" ম্যাগাজিনের রোনাল্ড ফিডির কার্টুনে দারুণভাবে মুগ্ধ হয়েই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেন। তিনি কার্টুনিস্ট হবেন। কৌতুক আশ্রয়ী সব কার্টুন আঁকবেন। নিজেই যাকে বলেন, গ্যাগ কার্টুনিস্ট! অভাবের তাড়না ছিল, সন্তানগুলো ক্ষুধার্ত ছিলো আর অাঁকাআঁকির জন্য তার ছিলনা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। ৩৭ বছর পর আর্টকলেজে ভর্তি হলেন।

৩০টা বছর ভিতরের উন্মাদনা বের করে এনেছে নানান কার্টুন। ইনভেলাপে কার্টুন ভরে ভরে পত্রিকায় পোস্ট করতে করতে একসময় ছাপা হয় কার্টুন। ১৯৯৬ সালে ব্রিটিশ বিদ্রুপ ও কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন "প্রাইভেট আই" তে প্রথম কার্টুন ছাপা হয়। স্বপ্নের কার্টুনিস্ট ফিডির সান্নিধ্য পেলেন চেলসিয়াতে একদিন। ফিডির মৃত্যুর কিছুদিন আগে।

বলে ফেললেন, মনের কথা- " আপনি আমাকে কার্টুনিস্ট বানিয়েছেন। "। সে এক দারুণ অভিজ্ঞতা! সংগীত এবং বিয়ার সেবনে কাটে অবসর সময়। আমাদের জন্য ফুলটাইম ও পার্টটাইম জব গোডার্ড ক্ষুধার তাড়নায়ও বিদ্রুপ করে গেছেন। আমরা তো সেটা আর পারবো না।

কিন্তু আমরা আমাদের লেখনী সেবার মাধ্যমে জননেতাদের উপকার করতে পারি। অনেক জননেতাই গত তত্ত্বাবধায়কের সময় ভিতরে ছিলেন। (ভিতরে মানে জেলের ভিতরে!)। এখন তারা সেই দুঃসময়কে আশ্রয় করে আত্মজীবনী লিখছেন। যেমন, আজকালকের মধ্যেই জনপ্রিয় জননেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুষ্ট বালক- জয়নাল হাজারীর আত্মজীবনী বই আকারে বইমেলায় প্রকাশিত হচ্ছে।

সেই বইয়ের মোড়ক উন্মোচন করছেন জাতির বুদ্ধিজীবি ও "বঙ্গবন্ধু" ফিল্মের পরিচালক- জনাব আবদুল গাফফার চৌধুরী। জয়নাল হাজারীর মতোই মেলাকে উদ্দেশ্য করে আত্মজীবনী প্রকাশ করেছেন- ওবায়দুল কাদের ও অন্যান্য। এখনো পাইপ লাইনে অনেক রুই কাতলার আত্মজীবনী প্রসব বেদনায় ভুগছে। অনেকই (যারা বেকার সাংসদ) আবার পরিকল্পনা করছেন আত্মজীবনী লেখার। কিন্তু লেখক পাওয়া যাচ্ছেনা।

ভালো লিখতে পারে, হাতের লেখা ভালো এই রকম লেখকগণ যোগাযোগ করতে পারেন উক্ত-আত্মজীবনী প্রকাশে আগ্রহী নেতাদের সাথে। মহান দেশসেবীদের আত্মজীবনী রচনার পার্টটাইম বা ফুলটাইম জবে আবেদন করে ইনকামের সুযোগ করে নিন। হাতি মরলেও লাখটাকা দামরে ভাই!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।