আমাদের কথা খুঁজে নিন

   

'আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন ...' একান্ত সাক্ষাৎকারে রবার্ট ক্লাইভ

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।

অনেক চেষ্টা করেও বিডিকিডজের দৃষ্টি আকর্ষণ করতে পারেননি তিনি। অগত্যা নবাব সিরাজ-উদ-দৌলাকে দিয়ে চেষ্টা তদ্বির করিয়ে আমাদের নিয়মিত সাক্ষাৎকার আয়োজনে উপস্থিত হয়েছেন। আর তিনি এমন এক ব্যক্তি যাকে তোমরা খুব একটা পছন্দ করো না। অবশ্য পছন্দ করার মতো মানুষও তিনি নন।

তার নাম মেজর জেনারেল রবার্ট ক্লাইভ। ২৩ জুন পলাশী দিবস। এই দিনে তিনি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ- দৌলাকে পলাশীর আম্রকাননে পরাজিত করেন দখল করে নেন তার রাজ্য। কুখ্যাত রবার্ট ক্লাইভের সাথে কথা বলেছি আমরা। তার কিছু অংশ তোমাদের জন্য।

: কী ব্যাপার ক্লাইভ সাহেব, আপনাকে আমরা পছন্দ করিনা তারপরও আপনি আমাদের সাক্ষাৎকার দিতে চাচ্ছেন কেন? : আসলে হয়েছে কী, ১৭৫৭ সালের ২৩ জুন আমরা ইংরেজরা অন্যায়ভাবে আপনাদের দেশ দখল করে নিয়েছিলাম। সেই অপরাধের জন্য ক্ষমা চাইতে আমি এখানে এসেছি। : ক্ষমা চাইবেন! এটা নতুন কোন কূটচাল নয়তো। পলাশীর যুদ্ধে নবাবের ৫০ হাজার পদাতিক আর ১৮ হাজার অশ্বারোহী সেনার বিরুদ্ধে মাত্র তিন হাজার দুইশো সেনা নিয়ে এই কূটচালের সহায়তায় আপনারা যুদ্ধটা জিতে ছিলেন। : আমি কী করবো বলুন।

নবাবের বাহিনীর ভেতর থেকেই বিশ্বাসঘাতক বেরুলো। ওরা যুদ্ধের সময় যুদ্ধ না করে চুপচাপ দাঁড়িয়ে ছিলো বলেই তো ইংরেজরা ২০০ বছর ভারতবর্ষ শোষন করতে পেরেছিলো। : সেই যুদ্ধে ফরাসীরাও নবাবেব পক্ষে অস্ত্র ধরেছিলো, তাই না? : ধরলে কী হবে, মীর জাফর সহ আরও কয়েক ঘাতকের কল্যানে ফরাসীরাও নবাবকে বাঁচাতে পারেনি। : এই বিশ্বাঘাতকতার পুরষ্কার কীভাবে দিয়েছিলেন? : মীর জাফর সাহেব তার প্রত্যক্ষ মদদে মোহাম্মদী বেগের হাতে নবাব সিরাজ-উদ-দৌলাকে হত্যা করানোর ফলে তখন নবাব পদ শূন্য হয়ে পড়ে। সেই পদ পূরণের জন্য তাকে তখন নবাব বানানো হয়।

: তারপর? : যুদ্ধ শেষ হবার দশ বছর পরই আমি ভারতবর্ষ ত্যাগ করে ইংল্যান্ড ফিরে আসি। সেখানে ফিরে নানা হতাশায় ভুগতে থাকি। : হতাশায় তো ভুগবেনই। অন্যায়ভাবে একটা দেশকে দখল করে তাদের অত্যাচার করলে হতাশা নামবে না তো কী নামবে। : এভাবে একসময় ১৭৭৪ সালে একটা ছোট চাকু দিয়ে আত্মহত্যা করেছিলাম।

: একজন বীরযোদ্ধাকে পৃথিবী থেকে এমন ইঁদুরের মতো পলায়ন করতে হলো কেন? : জোর করে একটা দেশ দখল করে তার সম্পদ লুটে নেয়া আর ডাকাতির মধ্যে কোন পার্থক্য আছে বলেন? আর একজন ডাকাত হয়ে বেঁচে থাকতে কারইবা ভালো লাগে। যখন সেটা বুঝতে পারলাম তখন আর বেঁচে থাকতে ইচ্ছে করলো না। : বেশ তাহলে এবার কী বলতে চাচ্ছেন? : বলতে চাচ্ছি যে, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। : আমরা তো এভাবে কাউকে ক্ষমা করি না। আপনাকে নীলডাউন হতে হবে।

: সেটা আবার কী? : দুইপায়ের ভেতর হাত ঢুকিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। : বেশ ক্ষমা পাবার জন্য না হয় সেটাই করবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.