আমাদের কথা খুঁজে নিন

   

জুলাইয়ের শুরুতে হকির দলবদল

আগামী মাসে হকি ফেডারেশনের নির্বাচন। তার পরই দলবদলের সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশন। তবে খেলোয়াড়রা এই সিদ্ধান্তের প্রতিবাদে এশিয়া কাপের ক্যাম্প বর্জনের ঘোষণা দেয়। ফেডারেশনও বাধ্য হয়ে ক্যাম্প স্থগিত করে। এখন অবশ্য ফেডারেশনের সিদ্ধান্তে খেলোয়াড়রা সন্তুষ্ট।

এশিয়া কাপের ক্যাম্পে যোগ দিতেও তাদের আপত্তি নেই। জাতীয় দলের অধিনায়ক জাহিদ হোসেন বলেন, “আমরা জুনে দলবদলের দাবি জানিয়েছিলাম। ফেডারেশন জুলাইয়ের শুরুতে দলবদলের সিদ্ধান্ত নিলেও আমরা তাতে খুশি। আমাদের শুধু দাবি, নির্ধারিত সময়ে দলবদল করতে হবে। ” হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি জানান, “সোমবার বৈঠকে বসবো আমরা।

ঐ বৈঠকে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। ” দলবদল নিয়ে সংশয় কেটে গেলেও লিগ কবে থেকে শুরু হবে তা এখনো ঠিক হয়নি। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, “ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করে আমরা দলবদলের তারিখ ঘোষণা করেছি। আশা করি শিগগিরি লিগ শুরু করার দিন-ক্ষণও চূড়ান্ত করতে পারবো। ” “লিগ শুরু করার সিদ্ধান্ত নেবে লিগ কমিটি।

এ মাসে এশিয়া কাপের ক্যাম্প শুরু হবে না। হকি ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো আমরা। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।