আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের লাইফ বিজি , আমি করতে চেয়েছি একটু ইজি ( আপডেট )

ভাল লাগার ও না লাগার কিছু কথা

আমার অনেক দিনের ইচ্ছা যে আমার একটা নিজের ওয়েবসাইট থাকবে , এবং এই জন্য আমার একটা সাইট তৈরি করা । কিছু দিন থেকে সাইট এর কাজ করছি লাম এবং সাইট এর কাজ প্রায় শেষ এর দিকে । আমার সাইট টির ঠিকানা : http://www.bdlinkpoint.co.cc । প্রথম তাই ফ্রী দিয়ে শুরু করলাম , ভবিষৎ ডোমেইন ও হোস্টিং কেনার ইচ্ছা আসে । কেন ও কি কারনে আমার এ সাইট তৈরি করা যারা ইন্টানেট নতুন ব্যবহার করছেন , তাদের কথা মাথা রেখেই আমি এই সাইট টি তৈরি করেছি।

যা নতুন ইন্টানেট ব্যবহার করছেন , তারা অনেক সময় কিছু প্রয়োজনিও লিঙ্ক খুজে , কিন্তু নতুন হয়ায় সহজে লিঙ্ক গুলো খুজে পায় না। এতে তাদের অনেক সমস্যা হয় এবং সময় অপচয় হয়। এ সাইট তে বর্ত্মানে প্রায় ১০০০+ বিভিন্ন প্রয়োজনিও লিঙ্ক আছে এবং প্রতি দিনেই বিভিন্ন প্রকার প্রয়োজনিও লিঙ্ক সাবমিট করা হচ্ছে। যা নতুন ইন্টানেট তারা যদি আমার এ সাইট টি হোম পেজ হিসাবে রাখে তাহলে হয় তো তাদের প্রয়োজনিও লিঙ্ক গুলো খুব সহজেই খুজে পেতে পারে। অবশ্য যারা অবিজ্ঞ তাদের জন্য আছে আমাদের গুগল চাচা আছে , সার্চ দিলেই সব কিছু চোখের সামনে।

কিন্তু যারা নতুন তাদের গুগল সম্পর্কে ধারনা নাও থাকতে পারে , তাদের কথা চিন্তা করে আমার এই সাইট । সাইট টিতে যা যা পাবেন সাইট টিতে অনেক ধরনের লিঙ্ক আপনি পেতে পারেন যেমন : বিভিন্ন প্রকার এন্টাটেনমেন্ট লিঙ্ক , নিউজ এন্ড মিডিয়া লিঙ্ক , বাংলাদেশের প্রয়োজনিও লিঙ্ক , বাংলাদেশ সরকারের প্রয়োজনিও লিঙ্ক , ইউ কে ও ইউ এস এ এর সকল প্রকার প্রয়োজনিও লিঙ্ক, বিভিন্ন দেশের নিউজ পেপার ও ম্যাগাজিন লিঙ্ক আর অনেক ধরনের প্রয়োজনিও লিঙ্ক এবং এ লিঙ্ক গুলোকে আমি বিভিন্ন কেটাগরিতে ভাগ করেছি যাতে সহজে খুজে পাওয়া যায় । যেমন গান , নাটক এগুলোকে এন্টাটেনমেন্ট কেটাগরিতে , এভাবে সকল প্রকার লিঙ্ক এর জন্য বিভিন্ন কেটাগরি আছে । সাইট প্রতি দিনে আপডেট করতে চেস্ট করি। আর সাইট টি হয় তো অনেকের ভালো নাও লাগতে পারে , এজন্য খারাপ মন্তব্য না করে , সাইট টি আর কিভাবে ভালো করা যায় সে সম্পর্কে বললে খুছি হব।

http://bdlinkpoint.blogspot.com জানি না আপনাদের সাইট টা কেমন লাগলো , ভালো লাগলে মন্তব্য করে জানাবেন আর সাইট টি সম্পর্কে যেকোন প্রকার সাজেন্স থাকে অবশ্যই দিবেন। সবাই ভালো থাকবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।