আমাদের কথা খুঁজে নিন

   

প্লুটোর রং আরও লাল হচ্ছে

মন খুলে কথা বলুন....

আজকের প্রথম আলো পত্রিকা কারা কারা পড়েছেন?? তাহলে নিশ্চয়ই এই ঘটনা লক্ষ্য করেছেন। আর যারা প্রথম আলো পড়েন নি তারা নীচের লিংক থেকে পড়ে ফেলতে পারেনঃ Click This Link আসলেই ঘটনাটি জানা অনেক প্রয়োজন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌরজগতের সদস্য প্লুটো ক্রমাগত লাল হয়ে উঠছে। হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা গেছে, প্লুটো স্বাভাবিক অবস্থার চেয়ে ২০ শতাংশ বেশি লাল বর্ণ ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, তাঁদের ধারণা, প্লুটোর পৃষ্ঠের বরফের পরিবর্তন এবং কক্ষপথের নতুন দশায় যাওয়ার কারণে এই লাল বর্ণ ধারণের ঘটনা ঘটছে।

নতুন ছবিতে দেখা গেছে, প্লুটোর পৃষ্ঠের উত্তরে জমাট নাইট্রোজেন উজ্জ্বল হয়ে উঠছে এবং দক্ষিণ অংশ কালো হচ্ছে। নাসার স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভবত সূর্যের দিকে থাকা মেরুর বরফ গলছে এবং তা বিপরীত মেরুতে জমা হচ্ছে। এ কারণেই এই পরিবর্তন দেখা যাচ্ছে। তবে কয়েকজন জ্যোতির্বিদ এই পরিবর্তনে উদ্বেগ জানিয়েছেন। সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের মার্ক বুইয়ে বলেন, ‘এত বড় ও দ্রুত পরিবর্তন অবাক করার মতো বিষয়।

এমনটি আগে দেখা যায়নি। ’ ২০০৬ সালে বিজ্ঞানীরা প্লুটোর গ্রহের মর্যাদা কেড়ে নেন। একে বামন গ্রহ হিসেবে অভিহিত করেন তাঁরা। তথ্য বিবিসি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।