আমাদের কথা খুঁজে নিন

   

"পাতাটি যতই মেজাজ দেখাক'' কাব্যগ্রন্থটি ' উন্মুক্ত স্টল ' ও ' কর্ষণ ' এর ষ্টলে পাওয়া যাচ্ছে।


শাদা জিরাফতলা শিশিরদের ফর্সা পা দেখতে আসার কাছে, বৃষ্টিদের সাঁতার শিখতে আসার কাছে, পাখিদের দূরপাল্লার গাড়িদের টিকিট কাটতে আসার কাছেই বেশ পুরাতন বাড়িটি। বেশ পুরাতন বাড়িটির কাছে বকুলতলা আছে বকুলতলার কাছে শাদা জিরাফ আছে শাদা জিরাফের কাছে পান চিবানো আছে পান চিবানোর কাছে ‘কেমন আছিস ভাই’ আছে ‘কেমন আছিস ভাই’ র কাছে লেখাপড়ারা আছে লেখাপড়াদের কাছে বাতাসে কানপাতা আছে বাতাসে কানপাতার কাছে বকুলঝরা আছে বকুলঝরার কাছে ঝাঁপ দিয়ে পড়ারা আছে ঝাপ দিয়ে পড়াদের কাছে দৌড়তে দৌড়তে আসা আছে দৌড়তে দৌড়তে আসাদের কাছে কাড়াকাড়ি আছে কাড়াকাড়িদের কাছে সুই-সুতো আছে সুই-সুতোর কাছে মালাগাঁথারা আছে মালাগাঁথার কাছে মালা পরাবার আছে মালা পরাবার কাছে মালা পরে কেউ আছে? মালা পরে কেউর কাছে সদা প্রস্তুত আছে সদা প্রস্তুতের কাছে সেই লেখাপড়া আছে লেখাপড়ার কাছে পরীক্ষা শেষ হ’লো না আছে পরীক্ষা শেষ হ’লনা-র কাছে এসো বসো তামাক খাও আছে এসো বসো তামাক খাও মতিহার আসে মতিহারের কাছে জিজ্ঞেস করার আছে জিজ্ঞেস করার কছে তন্বি দিদি আছে তন্বি দিদি, ও তন্বি দিদি, বকুলতলা যাবে? বকুলতলা, তোর পরীক্ষা শেষ হবে কবে? ( কাব্যগ্রন্থে প্রকাশিত কবিতা)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.