আমাদের কথা খুঁজে নিন

   

হলদে রঙা পাতাটি

অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই

সময়ের স্রোতে ভেসে যাওয়া স্মৃতির নৌকো গুলো আলতো করে শুয়ে থাকে গাছের সবচেয়ে উপরের সবুজ কচি পাতাটির বুকে। দ্বিধা থেকে যায় নৌকো ভেসে যায় তার চিরচেনা পাতা থেকে! নাকি গভীর অভিমানে এক সময় পাতা আপনি ঝরে পড়ে ক্লান্তহীন ভিজে মাটিতে!!? মানুষ জানে-"সময় পাল্টায়" অথচ তুমি আমি কেউই জানি না সময়ের পাল্টানোর নিয়ম নেই খুব গোপনে তুমি পাল্টে যাও আমি পাল্টে যাই সেই সাথে গভীর সবুজ সেই পাতাটিও হয়ে যায় হলদে রঙা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।