আমাদের কথা খুঁজে নিন

   

3 IDIOTS ওরফে ৩ বান্দর

ভালবসি বাংলাকে।

Three Idiots, আমার মনে হয় এই নামটা আমাদের সকলের অতি পরিচিত । ছবিটা আসলেই অনেক মজার এবং এক কথায় বলা যায় যে এইটা একটা রম্য চলচ্চিত্র। কিন্তু ছবিটার মধ্যে অনেক কিছু লক্ষ করার বিষয় আছে। যাই হোক ঐ লক্ষনীয় জিনিসগুলা আমরা সবাই বুঝতে পারছি।

এক কথায় সিনামটা চরম জটিল করছে আসলেই তো আমার এইম ইন লাইফ কি ??? খুব চিন্তার একটা প্রশ্ন কিন্তু সত্যি কথা বলতে আমি আমার নিজের কাছ থেকে এই প্রশ্নের উত্তর এখনো পাই নাই। সব মানুষই যদি ভবিষ্যত বর্ণনা করতে পারত তাইলে আল্লাহর ওয়াস্তে হাত দেখা জ্যোতিষিদের অনশন করতে হইত । কিন্তু আবার এ কথাও সত্যি যে, মানুষের একটা ইচ্ছা থাকে, সেই ইচ্ছার উপরই আমাদের সাফল্য নির্ভর। এই কথাটাই জনাব আমির খান আমাদের সামনে তার ইতরামির মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। তবে আমরা এ সিনামার মাধ্যমে জনাব আমির খান এর নানান গুণের কথা জানতে পারি।

যেমন : * আমির খান মেয়েদের হোস্টেলে দরজা দিয়ে না গিয়ে দেয়াল টপকে যেতে বেশী লাইক করেন । * প্রয়োজনে আমির খান একজন সু দক্ষ ডাক্তার তথা ( _________ ) হয়ে যেতে পারেন। * ভেড়ার লোম কাটার যন্ত্রের তিনিই আবিষ্কারক। এছাড়া আরও কতকিছু । যারা সিনামটা দেখচেন তারা নিশ্চই বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি।

তবে বিশ্ব বাসীর সবচেয়ে বেশী আলোচিত প্রশ্ন (FAQ) হল তিনি তথা মি. আমির খান ওরফে মি. Rancho তার নাম Rancho রাখলেন কেন । দুনিয়াতে কি নামের এতই দুর্ভিক্ষ নামছিল । কিন্তু যে যাই বলেন আর যাই করেন এই সিনামাটা দেখে সবার হাসি পাইলেও আমার কিন্তু মোটেও হাসি পায় নাই বরং উলটা আমার রাতের ঘুম হারাম কইরা দিসে । আসলেই আমি বড় হয়ে কি হমু । ছোট বেলায় Idiot হইলে যদি বড় হয়ে এত্ত বড় নাম করা যায় তাইলে নিউটনের সূত্রমতে আমাদের মত ভদ্র ছেলেদের তো ভবিষ্যত অন্ধকার।

"হে আল্লাহ তুমি আমাদের মত ভদ্র এবং নম্র ছেলেদের হেদায়াত দান কর" ( সবাই বলি আমিন ) আরো জানতে ক্লিক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.