আমাদের কথা খুঁজে নিন

   

সুইজারল্যান্ডে মসজিদের মিনার ব্যানের প্রস্তাবকারী সুইস রাজনীতিক ইসলাম গ্রহণ করেছেন!



বিশিষ্ট সুইস রাজনীতিক ড্যানিয়াল স্ট্রিচ ইসলাম গ্রহণ করেছে। সুইস পিপলস পার্টির সদস্য ড্যানিয়াল স্ট্রিচই সর্বপ্রথম সুইজারল্যান্ডে মসজিদের মিনার নির্মাণের নিষেধাজ্ঞার প্রস্তাব পেশ করেন। স্ট্রিচের ইসলাম গ্রহণ তাই সুইস রাজনীতিতে এক নতুন মোড় এনে দিবে বলে মনে করা হচ্ছে। সাথে সাথে নিষেধাজ্ঞা-প্রস্তাবের সমর্থকদেরকে এনে দিবে হতাশা। সবচেয়ে মজার ব্যাপার হলো, যেই স্ট্রিচ একদিন মিনার নিষেধাজ্ঞার প্রস্তাব করেন, সেই স্ট্রিচই এখন সুইজারল্যান্ডে মিনারবিশিষ্ট পঞ্চম মসজিদটি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

এর মাধ্যমে ইসলামপূর্ব কৃতকর্মের তাওবা করতে চান তিনি গত ২৯ শে নভেম্বর সুইজারল্যান্ডে এক গণভোটের মাধ্যমে মসজিদের মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়। গণভোটে ৫৭ দশমিক ৫ শতাংশ ভোটার ও দেশের ২৬টি ক্যান্টনের মধ্যে চারটি ছাড়া সবক’টি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। সুইজারল্যান্ডের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল সুইস পিপলস পার্টির (এসভিপি) পক্ষে পার্টির সদস্য ড্যানিয়াল স্ট্রিচই এ গণভোটের প্রস্তাব করেছিলেন। সুইজারল্যান্ডের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সারা বিশ্ব। ইতোমধ্যে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলাও করা হয়েছে।

সুত্রঃ www.ibnewsonline.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.