আমাদের কথা খুঁজে নিন

   

গুগল আর অ্যাডোবির সমালোচনায় জবস!!!



অ্যাপল প্রধান স্টিভ জবস এবার সরাসরিই সমালোচনা করলেন সার্চ জায়ান্ট ও প্রতিযোগী প্রতিষ্ঠান গুগল এবং অ্যাডোবিকে। অ্যাপলের বহুল প্রতীতি আইপ্যাড উদ্বোধনের সময়ে তিনি এ দুটি কোম্পানির বিরুদ্ধে কড়া সমালোচনা করেন বলেই সেখানে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন। খবর দি টেলিগ্রাফ অনলাইনের। টেলিগ্রাফ জানিয়েছে, স্টিভ জবস অ্যাপলের আইপ্যাড ঘোষণা করার পর উপস্থিত সবার সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তখন তিনি এক প্রশ্নের জবাবে গুগলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ‘গুগল আমাদের ব্যবসায় হানা দিতে নিজেদের ব্যবসা ত্রে ছেড়ে আমাদের ‘এলাকায়’ এসেছে।

’ তিনি নেক্সাস ওয়ানের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা তো সার্চ মার্কেটে যাইনি, তবে গুগল কেনো মোবাইল মার্কেটে ব্যবসা শুরু করলো? এর অর্থ এই যে, গুগলের প্রধান ল্য আইফোনকে মেরে ফেলা, আর এটি আমরা কখনোই হতে দেবো না। ’ শুধু তাই নয়, টেলিগ্রাফ জানিয়েছে, স্টিভ জবস গুগলের মূলমন্ত্র ‘ডোন্ট বি ইভিল’ নিয়েও বেশ হাসাহাসি করেন। অন্যদিকে অ্যাডোবির সমালোচনা হয়েছে তাদের ফ্যাশ প্রযুক্তির কারণে। স্টিভ জবসের মতে, ফ্যাশ প্রযুক্তি বেশ ত্রুটিপূর্ণ। অ্যাপলের বিভিন্ন পণ্যে ফ্যাশ প্রযুক্তি কেনো ব্যবহার করা হয় না, এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাপলের অপারেটিং সিস্টেম ম্যাক ওএস ক্র্যাশ করার অন্যতম কারণ হিসেবেও ফ্যাশ প্রযুক্তিকে দায়ী করেছেন তিনি। অবশ্য ইন্টারনেটে প্রচুর ওয়েবসাইট ফ্যাশ প্রযুক্তির ব্যবহার করে থাকে। এ ব্যাপারে স্টিভ জবসের মন্তব্য, ‘শিগগিরই সবাই ফ্যাশ ব্যবহার করা বন্ধ করে দেবে, কেননা এইচটিএমএল ৫-এ বাড়তি কোনো সফটওয়্যার ছাড়াই ফ্যাশের সকল সুবিধা রয়েছে। ’ উল্লেখ্য, এইচটিএমএল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের বিশেষ এক প্রকার কোড যার পঞ্চম সংস্করণটি কোনো ফ্যাশ প্লেয়ার ছাড়াই ব্রাউজারে অডিও এবং ভিডিওসহ নানা রকমের মাল্টিমিডিয়া চালাতে সম। জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের সর্বশেষ কিছু সংস্করণ এইচটিএমএল ৫ সাপোর্ট করে থাকে।

সূত্র: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.