আমাদের কথা খুঁজে নিন

   

বাকশালে যোগ দিন, যোগ দিতে হবে, নইলে এদেশ ছাড়তে হবে‍


সংবিধানের ৫ম সংশোধনী বাতিল হওয়ায়, এখন ৪র্থ সংশোধনী অর্থাৎ বাকশালের বিধান বহাল থাকবে। এজন্য এখন ঢাকা শহরে রীতিমত ঢোল বাদ্য শহকারে লিফলেট বিতরণ করা হচ্ছে শেখ মুজিবের ছবি ছাপিয়ে। পোষ্টের সবকটি ছবি দেখুন। যারা যারা বাকশালে যোগ দিতে চান, তারা ছবি থেকে মোবাইল ফোন নম্বর সহকারে ঠিকানাটাও পেয়ে যাবেন। আওয়ামী লীগের পতিত নেতাদের মধ্যে সুরঞ্জিত ৭২-এর সংবিধানে প্রত্যাবর্তনের কথা পার্লামেন্টে বলার পর তেমন মারহাবা পায়নি।

কারণ নীতি নির্ধারকরা ৭২ নয় ৭৪ এর বাকশালেই প্রত্যাবর্তন করতে চান। এটা বুঝতে পেরেই বিএনপি তড়িঘড়ি করে যোগ দিচ্চে সংসদে। বাকশালে একটা সুবিধা আছে যে যেখানেই থাকুন না কেন, সামরিক, অসামরিক, বহুজাতিক বা দেশীয় প্রতিষ্ঠান, স্কুল কলেজ, সবাই যোগ দিতে পারবেন। বাকশাল কায়েম হলে অন্য দলগুলো যেহেতু বিলুপ্ত হবে, সেক্ষেত্রে দলকে শক্তিশালী করার জন্য নিজামীদেরকেও দলে নেয়া যেতে পারে। পোস্টে হাসিনা ও নিজামীর বৈঠকের একটা ছবি দিলাম।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।