আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজি গ্রামার শিক্ষা - (১)

ধরণীতে আলোক বাতাও হে  ☼

আজ থেকে ইংরেজি গ্রামার এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে শুরু হচ্ছে "ইংরেজি গ্রামার শিক্ষা" নামের এই ব্লগ। প্রাইমারী লেভেলের ছোট ছোট শিক্ষার্থী হতে শুরু করে অনার্স এর শিক্ষার্থী এই গ্রামার শিক্ষার ব্লগ থেকে উপকৃত হতে পারেন। প্রতিটা ব্লগের শিরোনামে উল্লেখ করা হবে ব্লগটি সাধারণ বিবেচনায় কোন শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগী। ইংরেজি গ্রামারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক পর্যায়ক্রমে তুলে ধরার সাথে সাথে ইংরেজি ভাষার বিভিন্ন প্রচলিত নিয়মগুলোও এখানে তুলে ধরার চেষ্টা করা হবে। পর্যায়ক্রমিক ধারার ব্লগ প্রকাশের ফাঁকে ফাঁকে কিছু বিশেষ ব্লগ প্রকাশ করা হবে যেখানে গ্রামারের গুরুত্বপূর্ণ দিকগুলো চার্ট আকারে তুলে ধরা হবে - এতে করে প্রচলিত গ্রামার বইতে সমণ্বিত আকারে বিভিন্ন রুলস না পাওয়ার অভাব অনেকটাই পূরণ হবে আশা করা যায়। প্রাথমিকভাবে যে ব্লগ গুলো প্রকাশিত হবে সেগুলো নিচের অধ্যায়গুলো নিয়ে আলোচিত হবে। ১. Parts of Speech - How to know ২. Tense & Sentence Making ৩. Conversion between different parts of speech ৪. Conversion between Different forms of Sentence ৫. Common mistakes in making Special Sentence উপরের অধ্যায়গুলো আলোচনা শেষে আমরা ইংরেজি গ্রামারের আরও গভীরে যাওয়ার প্রয়াস পাব। যারা এই ব্লগ পড়বেন তাদের গুরুত্বপূর্ণ মতামত একান্ত কাম্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.