আমাদের কথা খুঁজে নিন

   

সাদামাঠা পাপ গান ০৪: বিষন্ন বিকেলের নির্জনতায়.....

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

খুঁজি তাহারে হৃদয় গভীরে........এখনো নিশুতি রাতে, চোখে জল ঝরায় তার স্মৃতিগুলো.......জলছবি আঁকি চোখের পাতায়। হয়তো জানি আর হবে না দেখা হয়তো হবে না বসা মুখোমুখী বিষন্ন বিকেলের নির্জনতায় হারিয়ে ফেলা স্মৃতির বেলা। । রোদ পোড়া পথ ধরে আর........হবে না কথোপকথন, ঝরা পাতার শব্দ বুনে যাই........নিরবে মিথ্যে আলিঙ্গন। জানলা পরে ঝুলে থাকে আকাশ হারিয়ে গেছে সব সুখাভিলাষ জমাট বাঁধে বুকে অহেতুক পুরোনো চিঠির সব বর্ণমালা।

। রাত্রি শেষে ঘুম ঘুম চোখে........স্মৃতি রা আসে শুন্যতায়, মুখস্ত দিন করছি যাপন........ব্যর্থতা ভাসে ত্রি-মাত্রায়। বদলে গেল যত মুখোশ ছবি রং যত ছিলো মন-দেয়ালে কোথাও নেই বিম্ব গুলো শেষ পরশের বিদায় বেলা । । ************************************************************ ছবি: অস্পৃশ্য স্পর্শে... ক্লিক: মহিউদ্দীন দীপ।

স্থান: জগৎপুর আশ্রম। রাউজান।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।