আমাদের কথা খুঁজে নিন

   

শাহাবাগের পুরু বেপারটাই কেমন যেন লাগছে??

ক্কি লিখবো... আজব তো!!! রাজনীতি সবাই ই করে। জামাতের কাদের মোল্লা কে যদি আগেই ফাসিতে ঝুলিয়ে দিত তবে সাধারন মানুষ মাথে নামতো না। সরকার সিস্টেম করে কাদের মল্লাকে ফাসি না দিয়ে আগে জাবত জীবন দিয়ে পাবলিক মাথে নামাইছে। এখন ফাসি দেয়া সহজ হবে । কারন অনেক পাবলিক সাপোর্ট আছে।

জামাত এত ব্লগার থাকতে রাজিব কে ই মারল কারন সে তার লেখতে ইসলাম ধর্ম নিয়ে অনেক বাজে বাজে কথা লিখতো। এখ রাজিবকে মেরে সবাই কে অর ফেসবুকের প্রোফাইল আর লেখা পরিয়ে বলতেছে যে সাহাবাগে সব ব্লগার রাই নাস্তিক। এই দিক দিয়ে জামাত সফল। বি। এন পি শুধু দেখতেছে, অনেকেই বলছে যে বি।

এন পি শেষ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বি। এপ পি এখন শুরু ই করে নি। আমাদের প্রধান দাবী ছিল রাজাকারের ফাসি। আমরা আজকে ৬ দফা দাবী দিলাম।

সরকার কে আল্টিমেটাম দিলাম। কিন্তু আমাদের যে মেইন উদ্দেশ সেইটাই আমরা ভুল এ গেলাম। রাজাকারের ফাঁসির রায়ের তারিখ এর ব্যাপারে কোনো আল্টিমেটাম লিলাম না। অই দিক দিয়ে আবার বিভিন্ন দেশ থেকে youtube এ প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ওপেন চ্যলেঞ্জ করা হচ্ছে যে রাজাকার দের কিছু হলে তারা শেখ হাসিনাকে কেইও ছারবে না। আর ব্লগার দের কে তো জবাই করার ওপেন হুমকি তারা দিয়ে ই দিয়েছে।

আমরা যে আল্টিমেটাম গুলু দিলাম সেইগুলা সরকার কি পারবে ফুলফিল করতে? আর অই দিক থেকে জামাত প্রতিটা গ্রামের মানুসের কাছে নবীর অবমাননা, এই ধরমানুভুতি আর লাইফ এর সিকুরিটি(ফিনান্সিয়াল) দিয়ে গ্রামে গ্রামে ছরাচ্ছে যে সাহাবাগে সবাই নাস্তিক এবং তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে আন্দোলন করছে এবং তারা তাদের কে তাদের দলে ভিরাতে চেস্টা করছে। সব কিছু কেমন যে ঘোলাটে হয়ে জাচ্ছে। ঠিক জেরকম আমি আশা করেছিলাম। দেখা যাক। আজকের জামাতে মিছিলের পরেই অনেক কিছু ক্লিয়ার হওয়া যাবে।

কিন্তু ব্যাপার টা আমার কাছে মোটে ও ভাল লাগছে না। আও্বামিলিগ এই আন্দোলনের নেতৃত্ব পুরার টা কব্জা করে ফেলেছে মনে হচ্ছে। আন্দলোনের দাবী একটাও সকারের বিপক্ষে জাচ্ছে না। আবার আজকে সুনি স্লগান দিচ্ছে,"আম পাতা জোরা জোরা, ১৮ দল পরেছে ধরা। " এইটা তো সাধারন মানুসের স্লগান বলে আমি মনে করি না।

অনেক শুক্ষ কিছু চাল চালছে। শেষ কথা এক্টাই। পলিটিক্স সবাই ই করে। নিরবাচনের এখন অনেক দিন বাকি আছে। , দেখা যাক কি হয়।

তবে সরবোপরি দেশের ভাল চাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.